আমাদের কথা খুঁজে নিন

   

যশোরে সুফি প্রণবের মাযারে একদিন

কবিতা ও যোগাযোগ

কবি মোহাম্মদ মনিরুজ্জামানের কবর হয়েছে যশোরে খড়কীতে তাঁর পারিবারিক কবরস্থানে। ব্যক্তিগত কাজে যশোর গিয়ে তাঁর কবরের কাছে যেতে মন চাইল। একজন কবির শেষ শয্যা আমার কাছে পবিত্র স্থান বলেই মনে হয়। যে কারণে নজরুলের কবর কিংবা জসীমউদদীনের কবরে মানুষ যায়। আমিও সেইরকম চিন্তায় বুধবার সকালে কবি মোহাম্মদ মনিরুজ্জামানের কবরে যাই।

আমাকে মোটর সাইকেলে চড়িয়ে নিয়ে গেলেন যশোর মাইকেল মধুসূদন কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। তিনি আবার যশোর মাইকেল মধুসূদন কলেজের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমানকে ফোনে জানিয়ে রেখেছেন। তাঁর বাড়ি খড়কীর কাছে। আমরা মোটরসাইকেল ছেড়ে হেঁটে মোস্তাফিজ ভাইয়ের পদাঙ্ক অনুসরণ করে মনিরুজ্জামানের কবরের কাছে যাই। কিছুক্ষণ নীরবে দাঁড়াই।

তাঁর কথা স্মরণ করি। এরপর মোস্তাফিজ ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে খুলনার পথে বাসস্টান্ড যেতে উদ্যত হই। মিজান ভাই বললেন, চলুন কবি আজীজুল হকের কবরটা দেখে আসি। আমি বিনাবাক্যব্যয়ে রাজি হয়ে যাই। ডক্টর মিজানের গবেষণা সম্পর্কে আমার ধারণা আছে।

তাঁর ‌'সাতক্ষীরার পুরাকীর্তি' নামের একটি মূল্যবান গ্রন্থ সম্প্রতি প্রকাশ করেছে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। বর্তমানে তিনি খুলনা জেলার পুরাকীর্তি নিয়ে গবেষণা করছেন। পাশাপশি বাংলাদেশের কবর ও শ্মশানঘাট নিয়ে তিনি বেশ কিছু অনুসন্ধান চালিয়েছেন। এটিও বই হবে। বড়বড় মানুষের কবরস্থান কোথায় সে সম্পর্কে তাঁর বেশ ধারণা আছে।

তো তাঁর মোটরসাইকেলের ফপছনে চড়ে পৌঁছে যাই কবি আজজীজুল হকের কবরে। কবরটি বাঁধাই করে দিয়েছেন তাঁর এক প্রাক্তন ছাত্র ও জোট সরকারের প্রাক্তন মন্ত্রী। কবরগাত্রে কবি আজীজুল হকের কবিতা খোদিত। ঝিনুক মুহূর্তে সূর্যকে স্মরণ করে ফিরে আসতেই দেখি পাশের একটি কবরে লেখা ‌'সুফী প্রণব'। বেশ বড় অক্ষরে 'সুফী' শব্দটি লেখা দেখে আমার চোখ আটকে যায়।

আমি একটু ঝঁকে পড়োর চেষ্টা করি কবরগাত্রের উৎকীর্ণ বাণী। নেচে দেখি ছোট্ট করে লেখা প্রখ্যাত সংগীত শিল্পী ও সুরকার প্রণব ঘোষ। ও! তাহলে জীবিত প্রণব ঘোষই মৃত ‌'সুফী প্রণব'। প্রণব ঘোষ বৈবাহিক সূত্রে ইসলাম গ্রহণ করেছেন বলে পড়েছি। কিন্তু 'সুফী প্রণব' নামে কি তিনি পরিচিত ছিলেন।

তিনি 'সুফী প্রণব' নামে তো নিজেকে পরিচিত করাননি। তপন মাহমুদ যেমন নাম বদলে ফেলেছেন, প্রণব ঘোষ তো নাম বদলাননি। তবু তাঁর কবরগাত্রে 'সুফী প্রণব' লিখে কি সুরকার প্রণব ঘোষের প্রতি কি প্রকৃত শ্রদ্ধা জানানো হলো! এই প্রশ্ন আমার মনের মধ্যে এখনো ঘুরপাক খাচ্ছে। সঞ্জীব চৌধুরীর ভাগ্য ভালো, যে মরার পরেও তিনি সঞ্জীব চৌধুরী আছেন! আমি সুরকার প্রণব ঘোষের প্রতি শ্রদ্ধা জানিয়ে বেরিয়ে আসি। খুলনার পথে এগিয়ে যাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।