আমাদের কথা খুঁজে নিন

   

আইডিয়া!

আমি সাধারন

খাদ্যে স্বয়ংসম্পুর্নতা: কোথায় যেন পড়েছিলাম যে কোনো কোনো দেশ নিজেদেরকে খাদ্যে স্বয়ংসম্পুর্ন করার জন্য তাদের একএক রাজ্যকে একএক ধরনের খাদ্যশস্যে স্বয়ংসম্পুর্ন করে তুলে। যেমন: কোনো জেলায় হয়তো কলা ভালো উৎপাদন হয়, তো সরকারের বিশেষ প্রচেষ্টায় সেই অন্চলকে কলা উৎপাদনে স্বয়ংসম্পুর্ন করা হয়। আমাদের দেশেও বলে এই রকম একটা পরিকল্পনা নেয়া হয়েছিলো কোনো একসময়। .... জানিনা কেনো আগায় নাই এই প্ল্যান। তবে, জেলা ভিত্তিক খাদ্যে স্বয়ংসম্পুর্ন করলেই দায়িত্ব শেষ না, এক জেলা থেকে অন্য জেলায় পৌছানোর ব্যবস্থা করতে হবে। (শুধু পৌছানোতেই কাজ শেষ নয়, কৃষকদের ন্যায্য মূল্য দিতে হবে, যাতায়াত ভাড়া কম রাখতে হবে/ভূর্তুকি দিতে হবে..... ইত্যাদি).....। এক্সপোর্টের কথা নাহ্য় বাদই দিলাম। Anyway, আমাদের কৃষির জনক, মো: শাইক সিরাজ, ওনার কোনো ইমেইল এডরেস জানা আছে কারো? এই একটা মানুষ, যাকে আমার মনে হ্য় যে আসলেই আমাদের মধ্যে কৃষি বিষয়ক একটা বিপ্লব ঘটিয়েছেন। উনি করে দেখিয়েছেন, প্রচার করেছেন, উৎসাহিত করেছেন.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।