আমাদের কথা খুঁজে নিন

   

আইডিয়া চাই......।

এক অসাম্প্রদায়িক উজ্জল বাংলাদেশের স্বপ্ন দেখি

আমরা সবাই জানি,মানুষের সাথে মানুষের ঐক্য থাকলে যেকোন অসম্ভবকে সম্ভব করা যায়। তবে সেই সাথে থাকতে হয় বিশ্বাস। কথায় বলে"বিশ্বাসে মিলায় বস্তু....তর্কে বহুদুর"। আর যে কোন কাজ মিলেমিশে করতে হলে সবার আগে প্রয়োজন বিশ্বাস। আমার এই লেখাটি লেখার একটি উদ্দেশ্য আছে।

ভেংগেই বলি..... আমার কয়েকজন ঘনিস্ট বন্ধু আছে। আমাদের মধ্যে বিশ্বাস ও ঐক্যের বন্ধন অনেক দ্রিড়। আমরা অল্প পুজিতে এবং স্বল্প সময়ে[সর্বোচ্চ ৩ বছর] এমন কিছু করতে চাই যাতে কিছু গরীব মনুষের কর্মসংস্থান হয়। লাভ নয় আমাদের মূল উদ্দেশ্য হবে সেবা এবং সমাজের জন্য গঠনমূলক কিছু করা। এই জন্য যারা ব্লগিং করেন,মানুষকে নিয়ে ভাবেন,সমাজের জন্যংঠনমূলক কিছু করতে চান তারা দয়া করে একটি সুন্দর পরামর্শ/আইডিয়া/সাজেশন দিয়ে সহায়তা করুন।

সবচেয়ে ভাল পরামর্শ দানকারী ব্যাক্তিকে ১০০ টাকার ফোনকার্ড অনলাইনের মাধ্যমেই পরিষোধ করা হবে। কীভাবে?স্ক্রাচ কার্ডের গোপন নাম্বারটি আপনাকে মেইল করে পাঠিয়ে দেয়া হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।