আমাদের কথা খুঁজে নিন

   

সংক্ষিপ্ত সংলাপ (চ্যাটিং)

সুখীমানুষ

সংক্ষিপ্ত সংলাপ (বৃথা) : খেলবে? : তুমি-আমি? : তো? : আমি বুদ্ধিপ্রতিবন্ধী : বুদ্ধু, জানি : তবু কেন এ আহ্বান! : তোমায় ভরসা আছে বলে : আমি করেনাকো ফোসফাস টাইপ বলে? : হি হি হি হুমম : বলনা, খেলবে? : না বলতে পারি তোমায়! জাননা? : শুরু করো : কী? : ও.. এ খেলা শব্দের পিঠে শব্দ : (চুপ) : যে কোন শব্দ বলো : তুমি : হি হি হি বুদ্ধি : আমি : বুদ্ধু : নদী : সম্পান, (এইতো পারছো!) : ফুল : বসন্ত : মন : মানেনা : আকাশ : সুর্য্যাস্ত : লতা : কিশোর : চাওয়া : হতাশ : রাত : সে : চাঁদ : মরণ : কবি : ব্যার্থ : শচীন : কর্তা : বৃষ্টি : উদাশ : ভালোবাসা : (চুপ) ১৫-০৯-০৮, ঢাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।