আমাদের কথা খুঁজে নিন

   

যাদুর প্রাচীর



Engr.GCbarman Shapon পর্ব-০১ এক দেশ ছিল। সেই দেশ যুদ্ধের জন্য দেশের যুবকদের জোর করে রক্ষীবাহিনীতে নিয়ে নিত। এবং একটার পর একটা দেশ দখল করে নিত। রাজার থিম হলো গোটা পৃথিবীর রাজা হওয়া। তার নীতি খুবই ভালো ছিল তাই কোন জমিদার মুখ বুঝে সব ভান্ডার তুলে দিত সেই রাজার কাছে।

আর সেই ধন সম্পত্তি অভাবের সময় সমস্ত রাজ্যে গরিব মানুষের নিকট বিলিয়ে দিত সয়ং রাজার উপস্থিতিতে। একদিন এক গরীব বৃদ্ধ ত্রাণ নিতে এসে দেখল তিনটি ৭-৮ বৎসরের ছেলে রাজার পাশে বসে আছে। গরীব বৃদ্ধ ভাবল প্রতিবছরে রাজা নিজেই ত্রান বিতারন করে,এরপর ঐ ছেলেরা তারপর তার ছেলেরা এইভাবে চলতেই থাকবে এবং ওরা আস্তে আস্তে জমিদারী প্রথা বিলুপ্ত করবে। জমিদারী বিলুপ্ত হয়ে গেলে স্থানীয় জনগনের খোঁজখবর নেওয়ার কেউই থাকবে। যাহোক একদিন সেই ৭-৮ বছরের ছেলে তিনটি রাজপ্রাসা থেকে বেরিয়ে এলো বেশ কিছু যোদ্ধা নিয়ে।

একটা জঙ্গলে এসে তারা যুদ্ধ শিখবে। প্রশিক্ষন দিচ্ছে এর মাঝে ঐ গরীব বৃদ্ধ এসে বলল"বাবা তোমাদের যুদ্ধ শিখার কৌশল ভূল হচ্ছে। যদি বিশ্বাস না হয় তাহলে তোমাদের প্রশিক্ষক আমার সাথে যুদ্ধ করুক ওর শরীরে কত শক্তি আর কৌশল আছে তা পরীক্ষা হোক। " রাজার ছেলে চিৎকার দিয়ে বলল"থামুস ! তোমার এতো বড় সাহস,আমাদের সামনে আমাদের গুরুকে অপমান কর" গরীব বৃদ্ধ আবার বলল "বাবা রাগ করনা অপমান নয় বরং তোমাদের সুযোদ্ধা করে তোলার প্রয়াস আমার মনে জেগেছে তাই বলেছি,যদি ভুল হয় তাহলে ক্ষেমা করে দাও । রাজার ছেলে একটু চিন্তা করে বলল"বেশ তাহলে আগামীকাল থেকে তোমার কাছে যুদ্ধ শিখব,আর আমাদের গুরু সাথে রাখব দেখি তুমি কেমন শিক্ষক।

" গরীব বৃদ্ধ বলল "না বাবা এ হয়না,শুধু তোমরা তিনজনে থাকবে। তোমার গরুকে আমি অপমান করবনা। " সব মিলিয়ে রাজার ছেলে খুবই খুশি হলেন। সকালে উঠে ওরা ৩ জন, মানে রাজার ছেলে,মন্ত্রীর ছেলে আর সেনাপতির ছেলে ঘোড়ায় উঠে সেই জঙ্গলে এল। গরীব বৃদ্ধ জঙ্গলের অপেক্ষা করছে।

ওরা তিনজন বেশ ভালো বন্ধুবটে, ওদের চোখে রক্তক্ষয়ী যুদ্ধের পিপাসা,শত্রু পরাজয়ের আনন্দ ! মনে হয় এই যুদ্ধ কৌশলে সব পেয়ে যাবে। এমন স্বপ্ন নিয়ে ওরা যাচ্ছে তো যাচ্ছে কোথায় ? কতদুর কোন প্রশ্ন নেই! গরীব বৃদ্ধের পিছনে পিছনে ঘোড়া চড়ে চলছে! একসময় দেখে বিরাট বড় ঘেরা বাড়ী,বেশ উঁচু দেয়াল। গেটে এসে দেখল রাজপ্রসাদের চেয়েও সন্দুর গেট এবং দারোয়ান দাড়িয়ে আছে। ভিতরে ঢুকল,তারপর গরীব বৃদ্ধ একজনকে ডেকে বলল "এদের এখন বিশ্রম দরকার,ওদের দক্ষিন ঘরে নিয়ে যান। এরা পশ্চিমা দেশের রাজার পরিবার।

ওদের সেইভাবেই সেবার ব্যবস্থা করবে। " এরপর ওদেরকে সেই ঘরে নিয়ে গেল। সত্যিই ওরা বেশ ক্লান্ত একরাত একদিন লেগেছে এই বাড়ীতে আসতে। তার পর দিন যায় রাত যায় মাস যায় সেই গরীব বৃদ্ধ কই? এখনও খোঁজ খবর নেওয়ার জন্য এলোনা ! কখন যুদ্ধের কৌশল শিখাবে বেশ চিন্তাই পড়ল। সেনাপতির ছেলে একদিন বলল "দোস্ত অনেক দিন হয়ে গেলো আমরা এই বাড়ীর উত্তর পাশে যায়নাই।

চল আজকে ঐদিকে যায় সেই ওস্তাদ সেখানে আছে কিনা,যদি পায় তাহলে প্রশ্ন করব কবে থেকে আমাদের প্রশিক্ষন দিবে। " ওরা সবাই রাজী হলো তারপর ঘর থেকে বাহির হলো। বেশ দারোয়ান আছে তাই বেশ চুরি করেই উত্তর দিকে অগ্রসর হলো। এখানে বেশ কিছু খাঁচা ওদের সমবয়সী ছেলে দিয়ে ভর্তি। ওরে বাবা এরা দেখি মুরগী হয়ে গেছে রে এই ভাবে বলে উঠল মন্ত্রীর ছেলে, রাজার ছেলে তার মুখটা হাত দিয়ে চেপে ধরে বলল"চুপ কোন কথা বলবিনা,শুধু চেয়ে চেয়ে দেখ!" তারপর একটু পর দেখে খাঁচা থেকে একটা একটা করে ছেলে বাহির করে একটা মুর্তির সামনে বলি দিচ্ছে।

এই অবস্থা দেখে রাজার ছেলে মর্মাহত আর মন্ত্রীর ছেলে একবারে সেনসলেস হয়ে গেছে,যাহোক খুবই ধয্যের সাথে মোকাবেলা করার জন্য সেনাপতির ছেলে প্রস্তুত হতে রাজার ছেলেকে পরামর্শ দিলো। রাজার ছেলে বেশ চিন্তিত হলো কি করবে? সে এখন! এতদিন বাবা মায়ের কথা হয়ত মনে পড়েনি,কিন্তু আজ বেশ মনে পড়ছে। যাহোক একটু সামনে গেলো, গিয়ে দেখে বেশ কিছু বই পুস্তুক পড়ে আছে একটা ঘরে। সেনাপতির ছেলে একটা বই হাতে নিয়ে দেখল সব বই যাদু শিক্ষার। একটা বই রাজার ছেলেকে দিয়ে বলল "বন্ধু দেখ, এখান থেকে মুক্ত হওয়ার একটায় পথ আছে তাহলো খবই ভালো করে যাদু শিখে পালিয়ে যেতে হবে।

আজ থেকেই শুরু কোন সময় অপচয় করা ঠিক হবেনা। " তারপর...........!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.