আমাদের কথা খুঁজে নিন

   

অনঙ্গ তোমার জন্যে ক্রন্দসী কন্যা

নীরব চোখে সন্ধ্যালোকে খেয়াল নিয়ে করলে খেলা!

জানালার দিকে তাকিয়ে দ্যাখি বিষন্নতার মেঘ যায় উড়ে। আমি বিপন্ন হই। ভাবি, কতদিন হয়ে গেছে স্বপ্নহীন আছি আমি! একেলা একা আছি আমি...। কোন মোহের লোভে ডানা চুরি করে হারালো ভালোলাগার- ভাল থাকার সময়। আমি খুঁজে ফেরি স্মৃতির সেইসব মায়াময়ী চাবুক। অন্ধকারে তবু পিয়ানো বাজে পাঁজরে বেদনার... কতদিন চলে গেছে , আর কতদিন এই বিভূঁই গীত? মেঘে মেঘে যায় উড়ে রঙ্গিন স্বপ্ন সাদা কালো হয়ে... একবার আসো তুমি বিজনে দ্যাখো এসে আমি জেগে আছি আজো, বুকের গহীনে নীরব একটি নদী নিয়ে- অনঙ্গ তোমার জন্যে ক্রন্দসী কন্যা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।