আমাদের কথা খুঁজে নিন

   

আজীবন চেয়ারপারসন----সামরিক শাসকের স্বৈরাচারী বধূ...

কবিতা পড়তে ভালবাসি............।

তাহলে ব্যাপারটা কি দাড়ালো? দুর্নীতির জন্য আমাদের মহা মাননীয় তত্ত্বাবধায়ক সরকার একটি সংশোধন কাল উপহার দিয়াছেন......সেই সংশোধনের এমনি জোর যে চরম পাপী তাপীরাও বেমালুম নিষ্পাপ হয়ে পূর্বের চেয়েও কয়েকগুণ শক্তি সামর্থ্য নিয়ে ফিরে আসছেন...। দস্যু রত্নাকরের ও বাল্মীকি মুনিতে রূপান্তরের জন্য সহস্র বৎসর মরা মরা তথা রাম রাম জপতে হয়েছিল কিন্তুক আমাদের তত্ত্বাবধায়ক সারকারের আজিব ফরমুলায় কেবল মাত্র বিশেষভাবে আরামপ্রদ ভাবে তৈরী বিশেষ বাড়িতে গুটিকয়েক দিন পত্রিকা পড়ে আর টিভি দেখে কাটিয়ে দিলেই হয়...দুনিয়ার সব পাপ...সাফ হয়ে যায়... ছাত্রদলের সেইসব বলদেরা কি একবার খোঁজ নিয়েছে সেই লোক টির পরিবারের যাকে জীবন দিতে হয়েছে একজন শীর্ষ দূর্নীতিবাজ স্নান ঘরে নিজে নিজেই পড়ে গিয়ে ব্যথা পেয়েছে বলে......কি জবাব দিহি দেবেন সেইসব মুর্খ জাতীয়তাবাদী নেতারা যারা সমর্থকদের মাধ্যমে অচল করে রেখেছিলেন পিজি হাস পাতালের কার্যক্রম বিগত কয়েকদিন......। খুব আশ্চর্য লাগে যখন এরাই জনগনের বন্ধু হবেন ভোটএর আগে...। যাহোক খালেদা জিয়া জাতীয়তাবাদীদের আজীবন নেত্রী হয়েছেন...গণতান্ত্রিক চেতনার প্রতি কলা দেখিয়ে নেওয়া এই সিদ্ধান্তের জন্য হয়তো কয়েকদিন পর পত্রিকাতে ব্যক্তিগত অভিনন্দনও আসবে...এটাতো আসলে সামরিক শাসক জিয়াঊর রহমানের সামরিক এবং স্বৈরাচারী মনোভাবের ই ধারাবাহিকতা...বঙ্গদেশে বেঁচে থাকতে হলে জীবনে বহুকিছুই দেখতে হবে তাই হৃদয় শক্ত করুন...............। মাঝে মাঝে খুব আশ্চর্য লাগে........................তারেককে ছেড়ে দিলো? দুই লক্ষ ছিয়াত্তর হাজার কোটি টাকার দূর্নীতির অভিযোগ যা্র বিরুদ্ধে তার নামে কোনো চার্জশীট এলো না? আজব বাঙ্গালি...আমি চোখের সামনে দেখতে পাচ্ছি চিকিৎসা শেষে সেই দূর্নীতিরাজ দেশে ফিরলে মালা দিয়ে তাকে বরণ করা হবে এবং জাতীয়তাবাদীদের দলের শীর্ষে তাকে বসিয়ে দেশের ভবিষ্যত প্রধানমন্ত্রী হিশাবে তৈরী করা হবে.........কেঊকি আমাকে এমন একটা জাতির খোঁজ দিতে পারেন যারা বাঙ্গালির চেয়ে ভুলোমনা এবং অকৃতজ্ঞ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।