আমাদের কথা খুঁজে নিন

   

‘তিনি আজীবন ক্ষমতায় থাকতে চান’

রোববার নরসিংদীর দোগরিয়ার বালুর মাঠে (প্রস্তাবিত বাসাইল পৌর শিশু পার্ক) ১৮ দলীয় জোটের জনসভায় তিনি বলেন, আওয়ামী লীগ যতোদিন থাকবে এ বাংলাদেশের কোনো উন্নতি হবে না। এই সফরের মধ্য দিয়ে আট জেলায় বিরোধী দলীয় নেতার জনসভা কর্মসূচি শুরু হলো। বৃষ্টি উপেক্ষা করে মাঠে জড়ো হওয়া হাজার হাজার নেতা-কর্মী সমর্থকদের উপস্থিতিতে খালেদা জিয়া বলেন, “আগামীতে আমরা নতুন ধারার সরকার গঠন করব।” এই সরকারের ধরন কেমন হবে তা পরে স্পষ্ট করা হবে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকার জন্য সংবিধানকে নিজের মতো করে সাজিয়েছে দলীয় সরকারের অধীনে নির্বাচনের পরিকল্পনা করেছেন মন্তব্য করে বিএনপি চেয়ারপার্সন বলেন, “সেই নির্বাচন কি গ্রহণযোগ্য হতে পারে?” তিনি দাবি করে, “পার্লামেন্ট বাতিল করতে হবে। সংসদে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করতে হবে। সুষ্ঠ নির্বাচন হলে তাতেই বিএনপি অংশ নেবে, অন্য কোনোভাবে নয়।” বর্তমান সরকারের সময়ে সারা দেশে কোনো উন্নয়ন হয়নি বলেও তিনি মন্তব্য করেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.