আমাদের কথা খুঁজে নিন

   

আজীবন নিষিদ্ধ শ্রীশান্ত

স্পট ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় ভারতীয় পেসার শ্রীশান্তকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

আজীবন নিষিদ্ধ হয়েছেন রাজস্থান রয়্যালসের আরেক ক্রিকেটার অঙ্কিত চাভানও। এ ছাড়া পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন অমিত সিং। ফিক্সিংয়ের ঘটনা জেনেও ক্রিকেট বোর্ডকে রিপোর্ট না করার অভিযোগে সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সিদ্ধার্থ ত্রিবেদী। রাজস্থান রয়্যালসের আরেক খেলোয়াড় ভারতের অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য হারমিত সিংয়ের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণাদি না থাকায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গতকাল নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিসিসিআইর ডিসিপ্লিনারি কমিটির বৈঠকে অভিযুক্তদের নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অজিত চান্ডিলার বিরুদ্ধে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

গতকাল বৈঠকের সময় ডিসিপ্লিনারি কমিটি শ্রীশান্ত, চাভান, অমিত সিং ও হারমিত সিংয়ের সঙ্গে কথা বলেছে। তারপর বিসিসিআইর এক বিবৃতিতে জানানো হয়, 'শ্রীশান্তকে ক্রিকেট থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তিনি ক্রিকেট খেলা ছাড়াও ক্রিকেটের সঙ্গে কিংবা বোর্ডের অনুমোদিত ক্রিকেট-সংক্রান্ত কোনো কর্মকাণ্ডেও যুক্ত হতে পারবেন না।

একই শাস্তি আরোপ করা হয়েছে অঙ্কিত চাভানের উপরও। '

এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ড তদন্তে শ্রীশান্ত, অজিত চান্ডিলা, অঙ্কিত চাভান ও অমিত সিংয়ের বিরুদ্ধে স্পট ফিঙ্ংিয়ের সঙ্গে সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে। সরাসরি ফিক্সিংয়ের সঙ্গে জড়িত না হলেও ফিক্সিং সম্পর্কে জানতেন বলে অভিযোগ ছিল দুই ক্রিকেটার সিদ্ধার্থ ত্রিবেদী ও হারমিত সিংয়ের বিরুদ্ধে।

গত আসরে আইপিএল চলাকালে দিল্লি পুলিশ গ্রেফতার করেছিল তিন ক্রিকেটার শ্রীশান্ত, অঙ্কিত চাভান ও অজিত চান্ডিলাকে। পুলিশ ফোনে আড়িপেতে কথপোকথন রেকর্ড করে তাদের আটক করেছিলেন।

জুনে একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদনও তৈরি করেছিল দিল্লি পুলিশ। এর পর ভারতীয় ক্রিকেট বোর্ড আরও ব্যাপক আকারে তদন্ত শুরু করে। তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী ক্রিকেটারদের শাস্তি দেওয়া হয়।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।