আমাদের কথা খুঁজে নিন

   

১/৩: দশম দিন (!)

অতীতকে নিয়ে নস্টালজিক হতে ভালোবাসি, ভবিষ্যতের স্বপ্ন দেখতেও।

কালকে রাতে আবিষ্কার করলাম, আমি আসলে অত খারাপ কফি বানাই না! স্টারবাক্সে চার ডলার খরচ করে যা পাওয়া যায়, সেটা ফ্রি (টাকাটা আমার পকেট থেকে যায় নাই!) তে ভোগ করে নিজের প্রতি খুশি হয়ে যাচ্ছিলাম। পরমুহূর্তেই মনে পড়লো, কফি খাওয়ার আসল উদ্দেশ্য ছিলো সারা রাত তুমুল উৎসাহে কেমিস্ট্রি পড়া। জেগে থাকার জন্য ক্যাফিন ও তাজা থাকার জন্য আড়াই চামচ চিনি। সাথে হিটার, টিস্যু, মোবাইল ও মগজ।

চমৎকার প্ল্যান! সেই প্ল্যান কাজে পরিনত করতে গিয়ে লেগে গেলো দু'ঘন্টা। (আকশাতা মাত্র বললো সেও ক্যাফিনের সাথে বন্ধুত্ব করে ফেলেছে। এ মেয়েটা ক'দিন আগেও কফি মুখেই দিতে পারতো না! পরীক্ষা সবার মাথা খারাপ করে দিচ্ছে। এখন সে বলছে চব্বিশ ঘন্টা না ঘুমিয়ে থাকার চেষ্টা করবে। উনিশ ঘন্টা না ঘুমালেই যে মদখোড়দের মতো স্লো রিয়েকশন হয়, এটা জানার পর সাথে সাথে ওর ঘুম পেয়ে গেলো।

হি হি হি ) যাহা হউক, ঘটনার সারমর্ম হচ্ছে, রমজানের স্বাদ এখনও আস্বাদন করতে পারছিনা, অথচ মাসের তিন ভাগের এক ভাগ চলে গেলো প্রায়। গত বছর প্রায় সারাটা মাসই খুব ভালো কেটেছিলো, যেমন কাটার কথা। কাওকে বললে হয়তো বিশ্বাস করবে না, কারন অনুভুতিগুলো আসলেই বইয়ের শব্দের মতো। শান্তি, কৃতজ্ঞতা, ভালোবাসায় মন ভরে ছিলো। মন ভালো থাকার সাথে সুস্থ থাকার 'আইন্দা-গিট্টু' সম্পর্ক হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম।

কিন্তু এ বছর কি যেন কি হয়ে গেলো। শারীরিক অসুস্থতার কারনে মেজাজ ও মন দুটোই ফ্লাকচুয়েট করছে। নিজেকে গুটিয়ে রাখতে পারছি না। সীমানা ছাড়িয়ে আরও দূরে ছড়িয়ে পড়ছি। আর ভয়ংকর ব্যাপার হচ্ছে, রোগটা বাড়ছে।

তবে, আশা করতে মানা নেই। আশা করছি আগামী বিশ দিনের কোন একদিন হয়তো আবার পথ খুঁজে পাবো। তারপর থেকে, সেটা হারালেও বেশিদিনের জন্য হারাবো না। একটা জিনিস করা শুরু করেছিলাম, প্রতি সপ্তাহে নিজের একটা খারাপ অভ্যাস দূর করা। একটু কাজ হয়েছে, যেমন এখন কাউকে নিয়ে তার পেছনে কথা বলতে একটুও ভালো লাগে না।

'গসিপ'-রোগ - যার রোগে অনেক মেয়েরাই ভুগে, তার হাত থেকে মুক্তি পাওয়ার চেষ্টা অনেকদিন থেকে করছিলাম। আসলে, কোন কিছু থেকে বের হয়ে আসার পর সেটার আসল চেহারা দেখা যায়। তাই আমি কৃতজ্ঞ। আবার ওটা শুরু করতে হবে। প্রতি সপ্তাহে নিজেকে একটু একটু করে বদলে ফেলতে পারলে হয়তো একদিন আর কখনোই দুঃখবিলাশ করবো না।

'বিলাশ' করার মতো দুঃখ হয়তো থাকবেই না! আশা, দোয়া, ও একটু চেষ্টা - দ্যাটস অল ইট টেকস!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।