আমাদের কথা খুঁজে নিন

   

হাজীর বিরিয়ানী



আমি আমার জীবনে এই প্রথম হাজীর বিরিয়ানী খেলাম। আজ অনেক কষ্ট করে দীর্ঘ লাইনে দাড়িয়ে তারপর পেলাম এই মহার্ঘ বস্তু। কিন্তু খেয়ে যারপরনাই হতাশ হলাম। এত হতাশ যেটা প্রকাশ করার কোন ভাষা আমার জানা নেই। আমি বুঝতে পারি না কেন এত শখ করে মানুষ হাজীর বিরিয়ানী খায়।

এর চাইতে অনেক ভাল মানের বিরিয়ানী আমি এই ঢাকা শহরেই খেয়েছি। শুধু ঢাকা নয় বরিশাল এও আমার মনে হয় এর থেকে ভালো মানের বিরিয়ানী আমি খেয়েছি। আমি কিছুতেই বুঝতে পারছি না যে সমস্যাটা কোথায়। আমার জায়গা চেনাতে ভুল নাকি অন্য কিছু? কেউ কি বলতে পারবেন? আমি ঠিকানা দিয়ে দিচ্ছি Haji Md. Shaded Hossain Proprietor Hazi Biriyani (Since 1939) Shop: 70, Kazi Alauddin Road Nazira Bazar, Dhaka-1000 Res: 92 Agamasi Lane, Dhaka-1100 কার্ড থেকে পাওয়া প্রায় পুরোটাই তুলে দিলাম। অনেকে হয়তো ভাবতে পারেন যে হয়তো আমার মুখের কোন সমস্যার কারনে আমার ভাল লাগেনি কিন্তু আমার সাথে আরও ৫ জন বন্ধু ছিল যারা প্রত্যেকেই এই জিনিষ খেয়েছে এবং একই মন্তব্য করেছে।

দয়া করে কেউ কি জানাবেন যে ঝামেলাটা কোথায় হয়েছে???????????

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।