আমাদের কথা খুঁজে নিন

   

বরকত উল্লাহ ব্লু ফিল্ম : রাজনৈতিক টু এক্স : নাম তার ব্লু, স্লো করে বললে বুলু



১. ছোটবেলায় টিভিতে সার্কাস দেখতাম। আগুনের রিংয়ের ভেতর দিয়ে বাঘ, অথবা সিংহ অথবা বানর লাফ দিয়ে পার হচ্ছে। পুরা মনে নাই। তবে সার্কাস দলে একটা মেয়ে ছিল, চিকন জাঙ্গিয়া পরা। বানর অথবা সিংহ অথবা বাঘ- যখন সফলভাবে লাফ দিতো - সে তখন তার হাতের চাবুকটা উচু করে পাছাটা যতদূর সম্ভব প্রসারিত করে দাঁড়িয়ে দর্শকদের অভিবাদন দিত।

আজব মন, আজব মানসিকতা!! ঐ মেয়েটা এবং তার চিকন জাঙ্গিয়ার কথা স্পষ্ট মনে আছে, কেবল মনে নাই, লাফ দিয়া যে জন্তুটা পার হয়, সে বাঘ না ভাল্লুক না সিংহ? ২. মিরপুরে একটা চিড়িয়াখানা আছে। আমি অবশ্য একই শহরে চিড়িয়াখানা , সংসদ ভবণ দুটোই একসঙ্গে থাকুক - এটা চাইনা। যে কোনো একটাকে ঢাকার বাইরে ট্রান্সফার করা যেতে পারে। সব মধু ঢাকায় থাকলে তো মুশকিল। কিছু কিছু জিনিস ঢাকার বাইরেও রাখতে হবে।

তা না হলে ঢাকার উপর চাপ পড়বে। ৩. হাসপাতাল একটা জরুরী জায়গা। ঐখানে রোগী থাকে, ডাক্তার থাকে, নার্স থাকে, মর্গে লাশও থাকে। পিজি হাসপাতালেও তেমনি সবকিছুই আছে, অতিরিক্তি যা আছে, তা হল প্রিজন সেল। গতকালকে কি ঘটল পিজিতে? আমি এইসব লিখে ব্লগের মূল্যবান জায়গা ভরতে চাইনা।

পত্রিকা দেখে নেবেন। আমার কথা হচ্ছে, সরকার কাকে ধরবে আর কাকে ছেড়ে দেবে - এটা একান্ত তাদের ব্যাপার। কিন্তু এইসব সার্কাস - পিজি হাসপাতালের মতো একটি ব্যস্ত হাসপাতালে না করলেই কি নয়? এফডিসির কাজকর্ম যদি হাসপাতালে হয়, তাহলে এফডিসিতে কী হবে? তারাবিহর নামাজ ? ৪. আমি এই দেশের কোন ভবিষ্যত দেখিনা। আমি এই দেশের কোন ভবিষ্যত দেখিনা। আমি এই দেশের কোন ভবিষ্যত দেখিনা।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.