আমাদের কথা খুঁজে নিন

   

নির্দলীয় সরকারের অধীনে আগামী নিবার্চন হবে-বরকত উল্যা বুলু এমপি

বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্যা বুলু এমপি বলছেন, আন্দোলনের মাধ্যমে তত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা হবে। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন,সরকার নিবার্চনের পথে না হেটে ফ্যাসীবাদী কায়দায় একদলীয় বাকশাল কায়েমের চষ্টো চালাচ্ছে। তিনি বলেন, সরকার ইচ্ছা করে দেশকে অস্থিতিশীল অবস্থার দিকে ঠেলে দিচ্ছে। এর দায় দায়িত্ব আওয়ামীলীগকে নিতে হবে। তিনি আরও বলেন, নির্দলীয় সরকারের অধীনে আগামী নিবার্চন হবে। এজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে বেগম খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়ে আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়ার আহবান করেন।

তিনি বৃস্পতিবার  বিকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা মিরওয়ারিশপুর ইউনিয়নে জিয়া স্মৃতি সংসদ উদ্ধোধন কালে প্রধান অতিথির বক্তব্য  এসব কথা বলেন। পরে তিনি তার নিবার্চনী এলাকায় বিভিন্ন ইউনিয়নে জনসংযোগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের সাধারন সম্পাদক কামাক্ষা চন্দ্র দাস, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুস্তম আলী, মহিউদ্দীন রাজুসহ উপজেলা ও পৌর বিএনপি যুবদল, ছাত্রদল,কৃষকদল, শ্রমিকদল ও সেচ্ছসেবকদলের  নেতৃবৃন্দ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.