আমাদের কথা খুঁজে নিন

   

"শিশুদের আঞ্চলিক ভাষা শেখানো" পক্ষ - বিপক্ষ অভিমত

আমি জবাব দিতে এসেছি, যারা জবাব চায়, তবে অবান্থর নয়।

একটা ঘটনা দিয়ে শুরু করি। ফারহানা আমাদের গ্রামেরই মেয়ে। বয়স ২৪/২৫ বছর। থাকেন চট্টগ্রামের একটা আবাসিক এলাকায়।

জন্ম থেকেই। ফারহানার পিতা আমাদের গ্রামেরই সন্তান এবং ছোটকালে গ্রামে বসবাস করত। শহরে এসে ব্যবসা করে এখন বড়লোক। এবং সেই সুবাদে শহরের আবাসিক এলাকায় বাড়ী করে সেখানেই তাদের বসবাস। ফারহানার মায়ের বাড়ি ও আমাদের পাশ্ববর্তী গ্রামে।

এবং বিয়ের পূর্ব পর্যন্ত তিনি ও গ্রামে ছিলেন। কিন্তু এখন সমস্যা হলো ফারহানার মা ও বাবা দুজনেই ছোটকাল থেকেই গ্রামে বসবাস করলেও তাদের সন্তানদের আঞ্চলিক ভাষা শেখাইনি। যার দরুণ ফারহানা এখন আঞ্চলিক ভাষা বলতে তো পারেই না, বুঝে ও না। অথচ তাদের গ্রাম থেকে শহরের বাসার দূরত্ব মাত্র ৮/১০ কিলোমিটার। আমি তাকে জিঞ্জেস করেছিলাম আঞ্চলিক ভাষা বলতে পার না কেন? সে আমাকে উত্তর দিয়েছিল ছোটকাল থেকে আমার মা, বাবা এবং আমাদের প্রতিবেশী, স্কুল, কলেজ কোথাও আমার সাথে কেউ আঞ্চলিক ভাষায় কথা বলেনি।

তাই আমি বলতে ও পারি না, বুঝতে ও পারিনা। আমরা শিশুদের সাথে ছোটকাল থেকেই বইয়ের ভাষায় কথা বলে (চলিত ভাষা) তাদেরকে সেটাতে অভ্যস্থ করার চেষ্টা করি। কিন্তু শিশুটি যখন লেখাপড়া করবে তখনতো সে এমনিতেই বইয়ের ভাষাটা শিখে ফেলবে। তাহলে তাকে ছোটকাল থেকে এটা শেখানোর দরকার কি। আমি এ বিষয়টা এজন্য বলছি যে, আমরা এখন ইংরেজী ভাষা, ফ্রেন্স ভাষা, কোরিয়ান ভাষা, জাপানী ভাষা শেখার জন্য হাজার হাজার টাকা খরছ করছি।

কিন্তু তা সত্ত্বে ও আমরা তা যথাযথাভাবে শিখাতে পারছি না। কিন্তু ছোটকাল থেকেই আমরা যদি শিশুদের সাথে আঞ্চলিক ভাষায় কথা বলি তাহলে সে আপনাআপনিই একটা ভাষা শিখে ফেলল। এরফলে শিশুটির কোন অসুবিধা হওয়ার কথা নয়। কেননা সে যখন লেখাপড়া শুরু করবে তখন যে ভাষাটা (বইয়ের ভাষা) শেখানোর জন্য আমরা ছোটকাল থেকেই উঠেপড়ি লাগি সেই ভাষাটা ও সে আপনাআপনিই শিখে ফেলবে। এ বিষয়ে আপনার মতামত কি?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.