আমাদের কথা খুঁজে নিন

   

নাইবা চিনিলে মোরে..........

শূন্য দৃষ্টি মেলেছি আজ বাহির পানে

নাইবা চিনিলে মোরে হাজার লোকের ভিরে ক্ষনিকের জন্য, ছ্রোট্র ধরার বুকে। সুখে,দুখে আর ক্লান্তিতে, ভালবাসায় না হোক, না হোক সস্থিতে, হোক না হয়,অবহেলায় তভূ বাচিবার চাই সুভাস নিয়ে বুকে। বৃহৎ বৃক্ষের নিচে শ্যামল ছায়ার মাঝে, অস্থির নিবারনের তরে পিক পাখির ডাকে সারা দিয়ে বাঁচিবার চাই, এই অম্বর,এই নিকেতন এই জলনিধি,সবিতা আর শশী লক্ষ বছর না হোক, হাজার বছর না হোক, আর কটা দিন মাত্র সলিল ভরা হাজার নেত্র জুরে, আমি বাঁচিবার চাই। চাহেনা মন ছেড়ে যেতে এমন পৃথিবী ছেড়ে, ছেড়ে যেতে তোমাদের।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.