আমাদের কথা খুঁজে নিন

   

প্রযুক্তি আপনার হাতের মুঠোয় , মোবাইল ফোনে ইন্টারনেট



আগে ইন্টারনেট শব্দটি শুনলেই কেমন যেন খুব দুরের কিছু বলে মনে হত। মনে হত আমাদের সাধ্যের বাহিরের কোন কিছু। সংযোগ নিতেও বেশ ঝামেলায় পড়তে হত। প্রয়োজন হত একটি ল্যান্ড ফোনের তার সাথে লাগত ল্যাপটপ অথবা ডেস্কটপ। কিন্তু ইদানিং মোবাইল কোম্পানীগুলো ইন্টারনেট ব্যবহার সর্বসাধারণের হাতের নাগালে পৌছে দিয়েছে।

দেশের সবগুলো মোবাইল কোম্পনী এই সেবাটি দ্রুত সারা দেশব্যাপী বি¯তৃত করেছে। মোবইল সেটে যদি General packet Radio Service (GPRS) A_ev Enhanced Data Rate for GSM Evolution (EDGE) থাকে তবে আপনি যে কোন অপারেটরের মাধ্যমে মোবইল ফোনে ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন। ভিজিট করতে পারবেন যে কোন ওয়েব সাইট। বিশ্বের যে কোন প্রান্তে বসে আপনি ব্যবহার করতে পারছেন ইন্টারনেট। ল্যাপটপ হলে তো কথাই নেই কে রাখবে আপনাকে ইন্টারনেট থেকে দুরে।

আবারও বলছি আপনার হ্যান্ডসেটটি যদি জিপিআরএস অথবা এজ সুবিধা থাকে তবেই আপনি আপনার কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আগের মত আপনাকে ল্যান্ড ফোনের জন্য কোথাও দৌড়াতে হবে না। ইন্টারনেট ব্যাবহারের জন্য ডলার কেনার চিন্তা করতে হচ্ছে না। মোবাইলের যে কোন সংযোগ দিয়ে আপনি চালিয়ে যেতে পারবেন আপনার কাংখিত সেবাটি। আজ আমরা আলোচনা করব কিভাবে এই প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট সেবাটি আমরা পেতে পারি।

ল্যাপটপ বা ডেস্কটপ এ ইন্টারনেট ব্যাবহারের নিয়ম প্রায় একই রকম। মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যাবহারের জন্য দুই ধরণের পদ্ধতি অবলম্বন করা হয়। এক. আপনার মোবইল ফোনটিকে ইনফারেট, ব্লুটুথ অথবা ক্যাবল দিয়ে কানেক্ট করুন কম্পিউটারের সাথে। কম্পিউটার যদি আপনার ফোনের জিপিআরএস/এজ মোডেমটিকে ডিটেক্ট করে তাহলে ভাল। যদি না করে তবে আপনার ফোনের সাথে দেওয়া ড্রইভারটি ইনস্টল করে নিতে হবে।

এই পদ্ধতিতে আপনি আপনার কম্পিউটারে একটি জিপিআরএস/এজ মোডেম ইনস্টল করতে পারবেন। দুই. এখন বাজার ইউএসবি সুবিধা সমৃদ্ধ জিপিআরএস মডেম এবং এজ জিপিআরএস মডেম পাওয়া যায়। বাজার থেকে একটি মডেম কিনে নিন। দাম পড়বে সাড়ে চারহাজার থেকে নয় হাজার টাকা পর্যন্ত। মডেমের ভেতর সীম অথবা রীম কার্ড ঢুকানোর ব্যবস্থা আছে।

সীম অথবা রীম কার্ডটি ঢুকানোর পর কম্পিউটারের সাথে মডেমটির সংযোগ দিন। উপরের পদ্ধতিতে ইনস্টল করলেই হবে। পরের কাজ টুকু বেশ সহজ। আপনার কম্পিউটারের স্টার্ট মেনুতে কিক করুন তার পর সেটিং এ কিক করবেন সেখানে নেটওয়ার্ক কানেকশনে যান। বামপাশের অপশন থেকে ক্রিয়েটিব এ নিউ কানেকশন সিলেক্ট করুন এবংNext বাটনে কিক করুন।

কানেক্ট টু দ্যা ইন্টারনেট বাটনে রেখেই আবার Next বাটনে কিক করুন। এবার সেট আপ মাই কানেকশন ম্যানুয়ালটি সিলেক্ট করুন এরপর Next বাটনে কিক করুন। এবার কানেক্ট উইথ এ ডায়াল আপ মোডেমটি সিলেক্ট করে Next করতে হবে। এবার আপনি যে কোম্পানির মোবাইল ব্যবহার করবেন তার নাম দিন। যেমন গ্রামীণ অথবা ওয়ারিদ্ ।

এবার ফোন নাম্বার দিয়ে ইউজার নেইম পাসওয়ার্ড ইত্যাদি খালি রেখেই Nextএ কিক করে ফিনিস বাটনে কিক করুন। ব্যাস আপনার কাংখিত ইন্টারনেট কানেকশনটি পেয়েগেলেন। সাথে সাথে একটি একটি নতুন কানেকশন আইকন তৈরী হবে। এখন থেকে ইন্টারনেট ব্যবহারের সময় উক্ত আইকন ডাবল কিক করলেই ইন্টারনেট সংযোগ শুরু হবে। এবং ছোট্ট ডায়াল আপ কানেকশন হয়ে সেটি সিসট্টেতে মিনিমাইজ করে রাখা যাবে।

আবার যখন কানেকশন বন্ধ করতে চান আবার সিসট্টের ঐ আইকনটিকে রাইট বাটন কিক করে ডিসকানেক্ট করে দিতে পারেন। এভাবে আপনি আপনার কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করতে পাবেন। বিশ্ব যখন এগিয়ে আপনি পিছিয়ে থাকবেন কেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.