আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের রক্তের, দাম স্বাধীনতা, লড়াই অন্তে, পরিনাম স্বাধীনতা।

যেখানেই উন্মাদনা তোমারসেখানেই সীমান্ত আমার !!আমি কেমন বাকিটা বুইঝা লইয়েন সবাই। এক মুঠো সপ্নের নাম স্বাধীনতা, প্রত্যাশা পুরনের নাম স্বাধীনতা। আমাদের রক্তের দাম স্বাধীনতা, লড়াই অন্তে পরিনাম স্বাধীনতা। আমাদের পোড়া দেশে স্বাধীনতা মানে হল রাশি রাশি ব্যার্থতা আর শুন্যতা। হায় হায় হায় স্বাধীনতা।

উর্বর জমি তবু হায় স্বাধীনতা, কৃষকের বাঁচবার নেই স্বাধীনতা । । দিগন্ত বৃস্তিত সোনা রঙ্গা ধানে দেশেতে অগাদ মৃত্যুর স্বাধীনতা। । বহু স্লোগানের ঢাক ঢাকে মাছ দিয়ে শাক ।

। তবুও দেশেতে কবরের স্তব্ধতা হায় হায় হায় হায় স্বাধীনতা । । পাঠশালা ব্যাবস্থা তবু স্বাধীনতা লুটে পুটে খায় সব শালা স্বাধীনতা । ।

লক্ষ প্রানের দামে এলো স্বাধীনতা তাদের জন্য দু'মিনিট নিরবতা । । এরপর চুরি ঘুষ, আবার আবার চুরি প্রগতি শৈশবে দিচ্ছে হামাগুড়ি । । একটি ছুটির দিন তুমি স্বাধীনতা হায় হায় হায় হায় স্বাধীনতা ।

। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আর যখন তখন রাস্তাঘাটে যত্র তত্র কাউকে হিসু করতে দেখলে আসুন চিৎকার করে বলিঃ স্বাধীনতার মূলনীতি আর ইসু রাস্তাঘাটে যখন তখন করতে পারি হিসু । । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.