আমাদের কথা খুঁজে নিন

   

কুকুরের লেজ ধরে।

mdsakature@yahoo.com

নাম তার সোহেল। আমার প্রিয় ভাগনে। আমরা এমন ভাবে মিশতাম যে সবাই বলত তোরা তালতভাই? নইতো খালাতভাই? আসলে এরকম কিছু না। সোহেল আমার ছোট আপার ছেলে মানে আমার ভাগনে। যাইহোক, ও যখন খুবি ছোট ছিল তখন একবার আমার ছোটআপা ওকে পাইখানা করার জন্য উঠানের একপাশে দাড় করিয়ে দিয়ে যেই মাত্র ঘরে গেল তখনি আসল একটা কুকুর।

সোহেল কুকুর দেখলে নাকি একটু খুশিতে লাফালাফি করত। তাই সে খুবি খুশি হয়ে কুকুরের লেজ ধরে ফেলল। আর তখনি কুকুরটা হাঁটা দিল। সোহেল ওটার সাথে হাঁঠতে হাঁঠতে কোথাই অন্য বাড়ীতে চলে গেল। এদিকে আমার আপা এসে ওকে যখন দেখল না খুবই কান্নাকাটি করতে লাগল।

অনেক খোঁঝা খোঁঝি করেও পাওয়া গেলনা তাকে। একপর্যায়ে দেখাগেল বাড়ীর একপাশ হতে ছোট সোহেল কুকুরের লেজ ধরে বের হয়ে আসছে। কুকুরটা আমার আপার পাশে আসল আর আমার আপা যখন সোহেলকে হাতে ধরল কুকুরটা তার দায়িত্ব শেষ করে চলে গেল তার আপন পথে। যদিও পরে জানা গেল কুকুরটা পাগল ছিল। আর সারাটা বাড়ী ঘুরিয়ে এনে দিয়ে গেল যেখান হতে নিয়ে গিয়েছিল।

একটা কামড়ও দিলনা তাকে। কারনটা কি ভাবতে পারছেন? কারন এটা ছোট বাচ্ছা। তাই ওকে কুকুরটা কামরায়নি। একেই বলে দায়িত্ব। আমরা মানুষ হয়েও এরকম দায়িত্ব কি পালন করি? কোথাই আমাদের মনুষ্যত্ব? আসুন আমরা দায়িত্ব স্বচেতন মানুষ হই।

ভাগনে তুই এই লেখাটা পড়িস না। ও পড়লে আমার খবর আছে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।