আমাদের কথা খুঁজে নিন

   

দালাল

মাহবুব লীলেন

বাঘেদের এইপারে আসতে হয় জমিদারি ফলাতে কিন্তু এইপারে বাঘেদের অত খোরাক নেই আর মশা আর গরম আর ঘাম পানি কাদা তাই এইপারে থাবাভাঙা ছালপড়া বাঘেরাই আসে রাজকীয় সম্মানের লোভে অথবা সিভিতে বিদেশ শাসনের মেডেল লাগাতে চ্যাংড়া বাঘেরা কিছু আগ্রহী হয় তবু পুরোটা জমিন জুড়ে লাঠি ঘোরাতে মিনিমাম যত বাঘ দরকার তার সিকিভাগও জোটানো মুশকিল অথবা খরচের বিষয় তাই এইপারে এসে ওরা বাঘালি পোশাক পরিয়ে বিড়ালদের ছোট বাঘ বানিয়ে ঘোড়ার পিঠে তুলে দেয় আর নেড়ি কুত্তারা জি হুজুর বলে বোবা বিড়ালের পায়ে নজরানা ঢেলে বাঘের আনুগত্য ঘোষণা করে আর মিশন সমাপ্ত হলে বিড়ালের শরীর থেকে কস্টিউম খুলে নিয়ে বাঘেরা বিড়ালদের ধন্যবাদ দিয়ে খাল পার হয়ে নিজেদের দেশে ফিরে যায় আর ন্যাংটো বিড়ালেরা দেখে পেছনে ধেয়ে আসছে ক্ষুধার্ত কুকুরের ঘেউ... ২০০৮.০৮.০৮ শুক্রবার


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.