আমাদের কথা খুঁজে নিন

   

ডিয়ার ফখরুড্ডিন আহমড, এট্টু এইদিকে তাকান, আপনারে কইতেসি

প্রতিদিন
গাড়ির থেইকা নাইমা একটু খাড়ান, আপনের লগে খানিক রসালাপ করবার ইচ্ছে। অবসরের রসালাপ নয়, সিগমুণ্ড ফ্রয়েডএর স্বপ্ন বিশ্লেষণে এই রসালাপের তত্ত্ব আপনে জানতে পারবেন। যখন গায়ে গতরে আর পারি না, জরুরী সেনার দাবড়ানিতে দেয়ালে পিঠ ঠেকাতে গিয়ে দেয়াল আর পিঠ দুইটাতেই জখম হইয়া যায়, তখন আপনারে থামিয়ে এট্টু রসালাপ করবার ইচ্ছেই জাগে। আর যা যা ইচ্ছে সেইগুলি ফ্রয়েডের স্বপ্নতত্ত্বে পাইবেন। বিস্তারিত পইড়া নিয়েন।

থ্রি কমরেডস, হাকা, মশু আর ফখরু- ডিয়ার ফখরুড্ডিন আহমড, এট্টু ওইদিকে তাকান, তিনটি ভ্রমর, একডি ফুল, আপনেরা তিনজন বড়ো পরানের দোস্ত আছিলেন, কিন্তু খেয়াল কইরা দেহেন, তিন বন্ধুর একজনের দয়া হইয়া গেছে, বড় জো হুজুর মার্কা আছিল, আম্রিকা তার হাফ প্যাণ্টের জেবে এইর'ম বেশ মজার কিছু ইন্দুর-মুষিক পোষে, কামে লাগে বইলা, বাট, কাম সারলে, মোশারফের মতন ঝাইড়া ফেলে, আপনের যখন দয়া হইবার সময় আইবো, তখন আপনেরে কই পামু তার একডি ঠিকানা চাইগো। দেবেন নিহি অনুগ্রহ কইরা। তহন আপনের লগে বন্ধুত্ব পাইতা এগার একের মজার মজার গল্প শুনমো, আপনের ডিকটেশনে অটোবায়োগ্রাফি লিখবো। কী মজা কী মজা। - উপরের ছবিখানা কী দেখবার পারতাসেন? লোকে কয়, ছাত্রদলের পোলাপাইন গাড়ি জ্বালাই দিতে আসছিলো, তার গ্যাস সিলিণ্ডার ফুইটা ভদ্রলোক নিহত হইছেন।

আপনার লগে আমার আলাপের বিষয় হইল, কে খুন করেছে আমার এই ভাইডিরে? আপনে? নাকি ছাত্রদল?- ডিয়ার ফখরুড্ডীন, তারেক রমান নামের একজনরে আপনি হাড্ডি গুড্ডি ভাইঙ্গা সকাল বিকাল ফূর্তি করেন, তারে পঙ্গু শুধু নয়, তার মাথা খারাপও হইয়া যাইতে পারে, চিকিৎসকরা কয়েছেন। কাইলকা শুনলাম তারেকের মাথা ফাটসে, এইটা কি আসলে বাথরুমে ফাটসে, নাকি তাড়াতাড়ি তারেকের মাথা যাতে খারাপ হইয়া যায় সেই মতো আপনের ব্যবস্থা- এইসব ভাইবা তারেকের ভাইবোনদেরও এট্টু মাথা খারাপ হইতেই পারে- সেইমত তারা যে কোন গাড়িরে ভাড়াটে মুষিকদের গাড়ি ভাইবা আগুন জ্বালাইতে পারে- এইখানে খুনী কে, ছাত্রদল নাকি আপনে?
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.