আমাদের কথা খুঁজে নিন

   

অজানা কারো সাথে চ্যাটিং

আমার ব্যক্তিগত ব্লগ

অনলাইনে যারা যান তাদের সবারই অজানা কারো সাথে চ্যাট করার অভ্যাস আছে। চ্যাটিং এর মাধ্যমে এই অজানা লোকই তার জানা লোকে পরিণত হয়। আবার কখনও কখনও এই অজানা লোক এতো বেশি বিরক্ত করে যে ব্লক করা ছাড়া আর উপায় থাকে না। আমার ভাগ্নে তামিম তখন আরো ছোট। ইংলিশ অক্ষরগুলো চিনে শুধু।

আর জানে কিভাবে ইয়াহূ মেসেন্জারে আইকন সেন্ড করতে হয়। এই বিদ্যা নিয়েই সে মামাম খালা, আর খালুদের সাথে চ্যাটিং করে। একদিন বাসায় আমি অনলাইনে ছিলাম, যখন লগ আউট করবো, তখন ও আসল ঘরে, বলল চ্যাটিং করবো। তখন অজানা কেউ আমাকে নক করলো। বললাম, এর সাথে করবে? এর নাম ....।

ও তাতেই রাজি। শুরু হলো ৫ বছরের ছেলের সাথে ৩৩ বছরের কোন লোকের চ্যাটিং। আমি তামিমকে ইয়েস, নো টাইপ করা শিখিয়ে দিলাম। আর আইকন তো টাইপ করতেই পারে। পাশে বসে শুধু ঐ লোক কি লিখেছে সেটা বংগানুবাদ করে দিতে থাকলাম।

কিছুক্ষনের মধ্যেই চ্যাটিং জমে উঠল। ভদ্রলোক যখনই ওর সম্পর্কে বিস্তারিত জানতে চান, ও মজাদার কোন (কিছুটা সম্পর্কিত) আইকন পাঠিয়ে দেয়। ফলে উত্তরটা হয়ে দাড়ায় রহস্যময়। সম্পর্কটা বেশ রোমান্টিক হয়ে উঠছিল। ঠিক মতোন উত্তর না পেয়ে তিনি যখনই বলেন, তাহলে চলে যাই।

সাথে তামিম বলে "নো"। প্রায় এক ঘন্টার উপর চলল এই চ্যাটিং। পরে ঐ লোক একসময় কথার উত্তর না পেয়ে রাগ করে চলে গেলেন। তামিম খুব মন খারাপ করল। বেচারা খুবই আনন্দের সাথে চ্যাটিং করছিল।

আমি বিছানায় হেসে গড়াগড়ি দিতে লাগলাম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।