আমাদের কথা খুঁজে নিন

   

থাকবো না

থাকবো না এই আমি- শীতে ঝরা পাতার মতো, খরায় শুষ্ক নদীর মতো, মরে যাওয়া ফুলের মতো, জীবন যাবে থামি। থাকবে না এই দেহ- বাহুর বলে দম্ভ সদা, হাত-পা যেন আস্ত গদা, মানুষ দেখে সুশ্রী-কদা, অমর তো নয় কেহ! থাকবো না সেই ক্ষণে- ফেসবুকের এই আইডি খালি থাকবে পরে, নাই কো মালি, দিবে না আর কেউ তো গালি, রাখবে না কেউ মনে। থাকবে না এই বিত্ত- প্রভাব-পতিপত্তি ভরা ক্ষণস্থায়ী তাসের ধরা, আসবে যখন দুঃখ-জরা, হারিয়ে যাবে চিত্ত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।