আমাদের কথা খুঁজে নিন

   

অন্তরবীক্ষন -- আলসেমী



আলসেমীতে কাটবে জীবন, চলবে সময় আগে- ঘুমিয়ে থেকে বলনা ভাই জীবন কি আর জাগে? কাজের সময় বসে থাকা অলস ভাবে মগ্ন রাখা- সময় কি আর থাকবে বসে শুধুই মোদের তরে-- সূর্য ওঠা যায় কি দেখা না জাগলে ভোরে? বৃক্ষ লতা – এই প্রকৃতি কর্ম কাজে জাগছে নিতি, নাইকো ছুটি নাই অবসর, পরম মমতাতে- সৃষ্টি তারা করছে বিশাল সেবার প্রেরনাতে। আমরা ভাবি করবো পরে, এই ভেবে দিন যায় যে ঝড়ে – ফিরে দেখি জমলো বোঝা না করা সব কাজে, কতই পাওয়া হারিয়ে গেলো অন্ধকারের মাঝে। আলস্যেতে বসে থাকা কাজ না করে জীবন ফাঁকা, সময় কাজে লাগাই চলো চাই না অলস হতে, ছোট্র ছোট কর্মে মাতি জীবন জাগার স্রোতে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।