আমাদের কথা খুঁজে নিন

   

জলাভূমির ঘ্রাণ



ভিজতে ভিজতেই বদলে ফেলি নিঝুম স্নানাভ্যাস। ঝুমকোলতা দিয়ে ঘেরা কুঠিরের আড়ালে দাঁড়িয়ে আবার দেখে নিই তোমার মুখের লালিমা। সূর্য হারিয়েছে তার ছায়া প্রাণের প্রত্যুষে।জানি তারও আগে একটা দোয়েল উড়ে গিয়েছিল তোমার ঘ্রাণ ছুঁয়ে। আমি স্পর্শতন্ত্রে বিশ্বাস করি। ধরি হাত , নদীর -নিসর্গের - নারীর আবীর রাঙা রাতের মোহনায় ভেসে যেতে যেতে বদলে ফেলি চোখ ও চাহনীর দক্ষতা। আবার দেখবো বলে বৈশাখের ঝড়কেও রাখি আমার সঞ্চয়ে। জলাভূমির বশ্যতায় ডুবে ফিরে আসি,তোমার আঙিনায়। ছবি - অমল দাস

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।