আমাদের কথা খুঁজে নিন

   

সুন্দরী কারা বন্দিদের ফ্যাশন শো



ভিন্ন এক ফ্যাশন শো'র খবর আপনাদের দিচ্ছি। ১৫ আগষ্ট ঢাকা কেন্দ্রিয় কারাগারে ব্যতিক্রমি এক ফ্যশন শো'র মহড়া হলো। তাবাসুম, নুপুর, পারুল, তানিয়া, রেশমা, নাজমা, আসমা, পাপিয়া, কমলা, নার্গিস, সোমা, কাজল, মুসলিম আক্তার মুন্নি, মিলিসহ ওরা ২২জন। সবাই তরুনী, আবার সবাই বন্দি। বিভিন্ন অভিযোগে গ্রেফতার হয়ে অবস্থান করছে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মহিলা ওয়ার্ডে।

নিজেরাই স্বীকার করেছে তারা পথভ্রষ্ট হয়ে পঙ্কিল জীবনের পা বাড়িয়েছিল। এখন তারা অনুভব করছে, অতীতে তারা যা করেছে তার পুরোটাই ছিল ভুল। ওরা এখন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। কয়েক সপ্তাহের প্রশিক্ষণ নিয়ে ওরা এখন দক্ষ বিউটিশিয়ান। সুযোগ পেলে ফ্যাশন শোতে অংশ নেয়ার চিন্তা এখন ওদের মাথায়।

ওদেরকে দক্ষ জনবলে পরিণত করতে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন গেন্ডারিয়া বিউচট পার্লারের মালিক বিউটিশিয়ান পাপিয়া জামান। ২২ কারাবন্দী তরুণী ৬ সপ্তাহের ট্রেনিং শেষ করে বিউটিশিয়ান হয়েছে। এ মাসেই তাদেরকে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট প্রদান করবে কারা কর্তৃপক্ষ। এ উপলক্ষে কারাগারের মহিলা ওয়ার্ডে প্রাক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নিজেদের তৈরি শাড়ি পরে কেউ সেজেছিল নববধু, কেউবা ফ্যাশন শো'র মডেল।

তাদের হাতে ছিল আলপনা। অনুষ্ঠান দেখার জন্য উপস্থিত ছিলেন ডিআইজ প্রিজন মেজর শামসুল হয়দার সিদ্দিকী, জেল সুপার তৌহিদুল ইসলাম, জেলার ফারুখ আহমেদ, বিউটিশিয়ান পাপিয়া জামান ও সমাজসেবা কর্মকর্তা ঝর্ণা জাহিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.