আমাদের কথা খুঁজে নিন

   

চারকোনা চোখে দেখা-১

গলাবাজ আর সত্যিকারের লেখক এই ব্লগে টিকে থাকে, আমি কোনটাই না

আজ অনেক দিন পরে সকালবেলা ক্যামেরাটা কাঁধে নিয়ে বাসা থেকে বেরিয়েছিলাম। ক্যাম্পাস টু বাসা যাওয়া আসার পথে যেটুকু চোখে পড়েছে তারই কিছু বন্দী দৃশ্য আপনাদের জন্য। ১. ফ্লাইওভারের দেয়ালে বেয়ে ওঠা লতা ২. এই পথে প্রতিদিনের যাওয়া আসা ৩. নাম না জানা বুনো ফুল ৪. সবুজ মাঠ ওপারে ছোটখাটো বনভূমি ৫. লাল গোলাপ আর কলি ৬. লাল গোলাপ ক্লোজআপ ৭. সাদা গোলাপ ক্লোজআপ ৮. নাম না জানা সাদা ফুল ৯. পরিণতি ১০. কামড় না খেলে কেউ বোঝে না এর মর্ম ১১. দলবদ্ধ বাহক বাহিনী ১২. বিশ্রাম ১৩. জটিলতা ১৪. দূরের পাহাড় ১৫. জলে পড়ে কার সে ছায়া ১৬. ডু ইউ নিড পাওয়ার? ১৭. দূর্দশা ১৮. ঘাসের মাঝে কি বলুন তো? ১৯. বেঁচে থাকা ২০. ল্যাবরেটরী নাম্বার ওয়ান ২১. এট কি নলখাগড়া জাতীয়? ২২. পরিসমাপ্তি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।