আমাদের কথা খুঁজে নিন

   

"শরতে আজ কোন্ অতিথি ............."

আমার এই পথ চাওয়াতেই আনন্দ........

আজ ১ ভাদ্র, ১৪১৫ বঙ্গাব্দ। "শরৎ, তোমার অরুণ আলোর অঞ্জলি। ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি।। শরৎ, তোমার শিশির-ধোওয়া কুন্তলে বনের-পথে-লুটিয়ে-পড়া অঞ্চলে আজ প্রভাতে হৃদয় ওঠে চঞ্চলি।।" --- রবীন্দ্র নাথ শরতের প্রথম দিন আজ .......... আজকের ঢাকার আকাশে তার কিছুটা প্রকাশও আছে তা আপনারা দেখেছেন বোধকরি । আমি জানিনা আপনাদের কেমন লাগে ? তবে ব্যক্তিগত ভাবে আমার নিজের এরকম স্বচ্ছ আকাশ দেখলে ক্যামন জানি বুকের মধ্যে একটা পাখিসুলভ উজাড় উড়ালের তীব্র ইচ্ছা কেঁপে কেঁপে উঠতে থাকে.......... মনে হয় দেই একটা উড়াল........ একদম দুই চোখ বন্ধ করে......... দিগ্বিদিক.......... অসীম নীলে............ শূণ্যে..... মহাকালে.......... র্নিলিপ্ত হাহাকারে............ আমার খুব হয় এমন বিহঙ্গ-বাসনা খুব হয়............... সব্বাইকে শরতের শুভ্র-নীল শুভেচ্ছা................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।