আমাদের কথা খুঁজে নিন

   

বিবাহিত ব্যাচেলর... The Dry Cry

গলাবাজ আর সত্যিকারের লেখক এই ব্লগে টিকে থাকে, আমি কোনটাই না

হা ভাই, আসিতেছে..... 'বিয়া কইরাও একা থাকি' প্রডাকশনস এর প্রথম এবং শেষ থেমে যাওয়া চলচ্চিত্র 'বিবাহিত ব্যাচেলর'-দি ড্রাই ক্রাই। সম্পূর্ণ একক প্রচেষ্টায় নির্মিত অন্যরকম ভালোলাগার এক কাহিনী একটু সাদা একটু কালো একটু রঙিন না দেখলে বুঝবেন না কতোটা ফাইন বিয়ে করে বর বউ একসাথে থাকবে খুনসুটি সারাদিন মন ভরে রাখবে দুনিয়াটা পাল্টেছে পাল্টেছে বউ বর বিয়েটা করেও আজ অনেকেই ব্যাচেলর কেউ আসে বউ ফেলে কারও বউ যায় চলে কেউ বিয়ে সারে ফোনে একা হয় ঘর কোনে তবু ভাই বলে রাখি জানবেন নিশ্চয় বিয়ের আগে পরে ব্যাচেলর এক নয় দিন যায় রাত আসে বিছানাটা ফাঁকা হায় কতোনা মধুর স্মৃতি মন মাঝে বয়ে যায় সিগারেট পুড়ে চলে লেখা হয় কবিতা সিনেমাতে প্রেম করে রাজ্জাক ববিতা কত জোড়া হেটে যায় চোখের সামনে দিয়ে বউটাই কাছে নাই লাভ টা কি করে বিয়ে চুলের মাঝেতে হাত দেয় না যে বুলিয়ে রাত গুলো শেষ হয় ঘুম টাকে ঝুলিয়ে অনেকেই হতে চায় বিবাহিত ব্যাচেলর যারা কিনা বউকে করে বেশি ভয় ডর ঘটনাটা যাই হোক লাইফটা পুরা ফ্রাই বিবাহিত ব্যাচেলর? নিক নেম ড্রাই ক্রাই। (ব্লগার 'আমি ও আমরা' র বিশেষ অনুরোধে, বুঝতেই পারছেন যিনি এখন দি ড্রাই ক্রাই ) - লেখাটি ব্লগের সকল ড্রাই ক্রাই কে উৎসর্গ করলাম-

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.