আমাদের কথা খুঁজে নিন

   

কলম্বাস যদি বিবাহিত হতেন ........

ভাল লাগে বৃষ্টির রিমঝিম, ভাল লাগে ধুম বর্ষায় একাকী রাস্তায় হাটতে।

কলম্বাস যদি বিবাহিত হতেন, তিনি কি ওই আমেরিকা আবিষ্কার করতে পারতেন ? কারণ তাকে আগে নিচের প্রশ্নগুলোর অবশ্যই উত্তর দিতে হতো : ১. তুমি কোথায় যাচ্ছ? কার সাথে যাচ্ছ? কেন যাচ্ছ? কিভাবে যাচ্ছ? ২. কী আবিষ্কার করতে যাচ্ছ? ৩. এত লোক থাকতে তোমাকে কেন যেতে হবে? ৪. তুমি যখন থাকবে না, আমি কিভাবে থাকব? ৬. আমি কি তোমার সাথে যেতে পারি? ৭. তুমি ফিরবে কখন ? ৮. রাতে বাসায় ফিরে খাবে তো? আমার জন্য কী আনবে বলো? ৯. তুমি আমাকে ছাড়া একা একা নিশ্চয় কোন উদ্দেশ্য নিয়ে এই পরিকল্পনা করেছ। ১০. পরবর্তীতে তুমি এরকম প্রোগ্রাম আরো করতে যাচ্ছ... উত্তর দাও কেন? ১১. আমি আমার বাপের বাড়ি চললাম, তুমি আমাকে আগে সেখানে পৌঁছে দাও। ১২. আমি আর কোন দিন ফিরে আসব না। ১৩. আচ্ছা? আচ্ছা বলতে তুমি কী বুঝাতে চাচ্ছ? ১৪. তুমি আমাকে ঠেকাচ্ছও না... কেন? ১৫. আমি বুঝতে পারছি না, এই আবিষ্কারটা আসলে কিসের আবিষ্কার? ১৬. তুমি সব সময় এরকম কর। ১৭. গতবারও তুমি একই কাজ করেছিলে!! ১৮. এখন থেকে তুমি এ ধরনের ছন্নছাড়া কাজ করতেই থাকবে? ১৯. আমি এখনও বুঝতে পারছি না, এখনও এমন কি আছে যে, আবিষ্কার করা হয়নি? সংগ্রহ: নেট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.