আমাদের কথা খুঁজে নিন

   

গঞ্জিকার উৎকট গন্ধ ও খোলামেলা পোশাকের দুই তরুণী

আমি একজন পর্যটন কর্মী। বেড়াতে, বেড়ানোর উৎসাহ দিতে এবং বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি। আমাকে অনেকে জিজ্ঞেস করেন, যে রকম পোশাকের কথা আপনি বলেন, এগুলো কি কেউ পরে। গতকাল সাক্ষাৎ তা অনেককে দেখেয়ে দিলাম। ঘরে পরা পোশাকে দুই তরুণীর দেখা মিলল বঙ্ঙ্গপোসাগরের বুকে ভেসে চলা প্রমোদতরী কেয়ারী সিন্দাবাদের সামনের ডেকে।

ওরা ছেলে বন্ধুদের সাথে গঞ্জিকা সেবন করছে। দেখে খারাপ লাগছিল। কারণ গঞ্জিকার উৎকট গন্ধটা আমার সয় না। তার ওপর মেয়ে দুইটার খোলামেলা পোশাক। পর্যটকরা সবাই হুমড়ি খেয়ে পড়ে অবস্থা।

ওরা ক্যামেরাবন্ধি হচ্ছিল । তাদের কোনো বিকার দেখলাম না। কিন্তু এটা আমাদের সমাজ সয়ে যাচ্ছে। সমুদ্রে গেলে আমাদের কিশোরী, তরুণী কিংবা তরুনী বধুদের পোশাকে শালীনতার অভাব থাকে। এ অভাব সবাই সচেনতন ভাবে করেন, তা কিন্তু নয়।

অনেকে না জেনেও করেন। কাল যাদের দেখলাম তাদের দেখে তা মনে হলো তারা সচেতনভাবেই করছেন। অনেকে হয়ত এটা মানতে চাইবেন না। তবে আমি যেহেতু ঘটনাস্থলে ছিলাম, আমি নিশ্চিত করে বলতে পারি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।