আমাদের কথা খুঁজে নিন

   

কদাকার ঈগল (কবিতা উৎসবের শেষ প্রহরের কবিতা, অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ)

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

প্রতিদিন বিদ্যুৎ চলে যাবার প্রতীক্ষা করি আমার অবষণ্ন, ভয়ার্ত সময়টুকুকে বৈধতা দেবার এক নিরন্তর প্রচেষ্টা যেন ফিরে এলে আবার ত্রস্ত হয়ে উঠি কতগুলো কাজ, কতগুলো যাপণ জমে আছে আমার জন্য তার গণনা করি খুঁটির তার আর সিন্যাপ্স বেয়ে সে আসে আর যায় আমি ত্রস্ত হয়ে উঠি নতুন ত্রস্ততার জন্য প্রতীক্ষারত থাকি অন্ধকারে আমি উড়ে বেড়াই তোমাদের শহরে কদাকার ঈগল হয়ে বস্তি থেকে বৃহৎ দালানের ফাঁক ফোকরে দেখি তোমাদের জীবন যাপণ নিরন্তর প্রতীক্ষারত অথবা প্রতীক্ষার অধীন এ শহর কাক আর শকুনের ছোটখাট চড়ুই, দোয়েল আর টুনটুনি দেখা দেয় হঠাৎ হঠাৎ অথবা জীবন্ত জীবাশ্ম হয়ে থাকে তোমাদের ড্রইংরুমে, তোমাদের বিছানায় তোমাদের ভ’রে তোলা মগজে যেহেতু যৌবন আছে চাইলে চাকুরী নিতে পারি পাঁচতারা সাততারা গুলোয় দাবড়ে দাবড়ে দূর করতে পারি পথভুলো কবুতরের মিছিল অথবা বাৎসরিক চুক্তিতে পরিষ্কার করতে পারি আনাচে কানাচে লুকিয়ে থাকা ঝিল এখন বিদ্যুৎ নেই তাই ত্রস্ত আমি তোমাদের শহরে কদাকার ঈগল হয়ে উড়ি এখন প্রতীক্ষা নেই তাই শহরের রূপকথার বইয়ে কদাকার ঈগলের গল্প পড়ি কবিতা উৎসবে শেষ প্রহরে সবাইকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। এখন অলিম্পিক অনুষ্ঠানের প‌্যারেডে বাংলাদেশের লালসবুজ পতাকা দেখার জন্য হ্ন্য হয়ে রয়েছি। সবাইকে আবারো অংশগ্রহণের জন্য অনেক প্রীতি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।