আমাদের কথা খুঁজে নিন

   

"পুরোনো দিনের গান....আমার নাড়ীর টান"

মহলদার

সেই ছোট বেলা থেকেই আমার গান শুনতে বেশ ভালো লাগত। আমি যখন হাইস্কুলে, তখন বাবার রেডিওটা বেশীরভাগ সময় আমার কাছেই থাকত যতক্ষন আমি বাড়িতে থাকতাম। আকাশবাণী ছিল আমার প্রিয় চ্যানেল, সেই সুবাদে ভারতীয় বাংলা গান শোনা হতোই বেশী। বাংলাদেশী পুরোনো দিনের গানের অনুষ্ঠান গুলোও শুনতাম। মোদ্দাকথা, এই যে পুরোনো দিনের গানের প্রতি যে দুর্বলতা, তা আমার ছোট বেলা থেকেই।

হয়ত গানের তেমন কিছু তখন বুঝতামও না, তবুও কেন যে ভালো লাগত! সেই ভালো লাগাটাই স্থায়ী হয়ে গেল পোক্তভাবে। সত্যি বলতে কি এখন আমার এ যুগের গান খুব বেশী ভালো লাগে না। সেই পুরোনো দিনের গান ই শুনি বেশী। এখন সেই সব অনেক গানই নুতন করে গাওয়া হচ্ছে, কিন্তু কেন জানি সেই আবেদন টা খুঁজে পাই না। রেডিও এখন আর শোনাই হয়না।

তবে চেষ্টা করি আগে যেসব শিল্পীদের নাম শুনতাম রেডিও তে তাদের গান খুঁজে বের করা, সেই বেচু দত্ত, রবীন মজুমদার, অমল মুখোপাধ্যায়, জগন্ময় মিত্র, শৈলেন মুখোপাধ্যায়, দিলীপ রায়, ধনঞ্জয় চট্টোপাধ্যায়, মৃণাল চক্রবর্তী, গায়ত্রী বসু, শচীন দেব বর্মন, কুন্দনলাল সায়গল, সুধীর লাল চক্রবর্তী, স্বপ্না চক্রবর্তী, পান্নালাল, ইন্দুবালা, আঙ্গুর বালা, কানন দেবী, প্রতুল মুখোপাধ্যায়, অখিল বন্ধু ঘোষ, অমর পাল, আব্বাস উদ্দিন, সোহরাব হোসেন, রাম কুমার চট্টোপাধ্যায় প্রমুখ। খুবই কম পাওয়া যায় বাজারে। পুরানো দোকানগুলোতে গিয়ে গ্রামোফোন বের করিয়ে অতিরিক্ত টাকা খরচ করেই সংগ্রহ করি। মনে মনে ভাবি, যত পারি সংগ্রহ করে রাখি, কারন এগুলো নিয়েই যে আমাকে বৃদ্ধ বয়সের র্নিব্যস্ত সময়গুলো কাটাতে হবে, এর সাথে যে আমার নাড়ীর টান। (আমি লিঙ্ক করতে পারবো কিনা জানিনা, নিচে আমার খুব ভালো লাগা একটা গান দিলাম যেটা মহানায়ক উত্তম কুমার ও নিজে গেয়েছিলেন) মহানায়ক উত্তম কুমারের কন্ঠে " এই মন জোছনায়"


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।