আমাদের কথা খুঁজে নিন

   

সদ্য সংবাদঃ আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী তবে বরিশালে কারচুপির অভিযোগ

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

এলাকা মোটকেন্দ্র ঘোষিতকেন্দ্র এগিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী সিলেট ১২০ ১১০ বদরউদ্দিন কামরান আফম কামাল খুলনা ২৩৯ ১০৬ তালুকদার খালেক মনিরুজ্জামান মনি রাজশাহী ১২৯ ৫২ খায়রুজ্জামান লিটন মোসাদ্দেক হোসেন বরিশাল ৯১ ৮৪ শওকত হোসেন হিরণ শরফুদ্দিন আহম্মেদ সান্টু * সিলেটে কামরান বিপুল ব্যবধানে জয়ী * শ্রীপুরে আওয়ামী লীগের আনিছুর রহমান জয়ী * গোলাপগঞ্জে মেয়র পদে আওয়ামী লীগের জাকারিয়া পাপলু জয়ী * চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগ সমর্থিত নায়েক শফিউল আলম মেয়র পদে * মানিকগঞ্জে ২১ কেন্দ্রে আওয়ামী লীগের মো. রজমান আলী এগিয়ে * শরীয়তপুরে চার কেন্দ্রে আওয়ামী লীগ নেতা রব মুন্সী এগিয়ে * বগুড়ার দুপচাঁচিয়ায় বেসরকারি ফলাফলে জাহাঙ্গীর আলম জয়ী * ফুলবাড়িয়ায় মেয়র পদে আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া জয়ী কিন্তু এদিকে, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শওকত হোসেন হিরণ বলেছেন, "আমার নিশ্চিত জয় ছিনিয়ে নেওয়া হয়েছে। " ওই সময় পর্যন্ত ৯১টি কেন্দ্রের মধ্যে ৮১টির বেসরকারি ফলাফলে এগিয়ে থাকা হিরণ (প্রতীক টেলিভিশন) । এর কিছু পরে ঘোষিত ৮৪টি কেন্দ্রের ফলাফলে হিরণ পান ৪২২৪৮ ভোট, সান্টু পান ৪২১০৫ ভোট।

দুজনের ব্যাবধান হয় ১৪৩ ভোটের। তিনি দাবী করেন "একটি গোয়েন্দা সংস্থার লোকজন আজ সন্ধ্যার দিকে সাত থেকে আটটি কেন্দ্রের লোকজন বের করে দিয়ে ভোট জালিয়াতি করা হয়। বিষয়টি আমি নির্বাচন কমিশন সচিব ও কমিশনার সাখাওয়াত হোসেনকে জানিয়েছি। " নিজের জোরালো সমর্থনপূষ্ট এলাকা ৩২ নম্বর ওয়ার্ডে ভোট জালিয়াতির অভিযোগ আনেন তিনি। উল্লেখ্য পিডিপি এই সরকারের আমলে গঠিত একটি রাজনৈতিক দল যাদের সাংগঠনিক কার্যক্রম বলতে গেলে কিছুই নেই ।

প্যাড সর্বস্ব দল । [তথ্যসূত্রঃ বিডি নিউজ ২৪]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।