আমাদের কথা খুঁজে নিন

   

দেহের অসুখ মনের অসুখ

রাজাকার আর তাদের উত্তরসুরিদের ঘৃণা করি

ছোট বেলায় যখন জ্বরে পরতাম তখন যতনা জ্বর হত তার চেয়ে বেশি মুখ দিয়ে শব্দ করতাম পুরো শরীরে যন্ত্রনার ভাব ফুটিয়ে তুলতাম কারণ একটু বেশি আদর পাবো আর স্কুলে যাওয়ার কথা কেউ ভুলেও মুখে আনবেনা। থার্মোমিটারে যখন জ্বর কম উঠতে শুরু করতেই আমার জ্বর যেন আরও বেড়ে যেত কেউ যদি আবার স্কুলে যেতে বলে এই ভয়ে। আসলে এই জ্বর ছিল মনের জ্বর শরীরের জ্বর কমলেও মনের জ্বর যেন কমতই না। কিন্তু এখন অবস্থা হয়েছে উল্টা । এখন জ্বর আসলে আর কেউ স্কুলে যেতে মানা করে না কেউ আর বলে না কাজে যেওনা।বরং জীবনের প্রয়োজনে কাজের চাপে জ্বরটাই মাপা হয়ে উঠে না পাছে জ্বর মাপলে নিজেকে অসুস্থ লাগে এই জন্য। আসলে মন আর এখন অসুস্থ হতে চায়না, শরীর অসুস্থ হলেও এক ফুতে উড়িয়ে দিয়ে নামি জীবনের পথে। আসলে যান্ত্রিক এই জীবনে শরীর আর মন আলাদা কিছু নেই দুটো মিলে একটা জড় পদার্থ হয়ে উঠেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।