আমাদের কথা খুঁজে নিন

   

ইসলাম সম্পরকে তার কথাগুলো একেবারেই বিচ্ছিন্ন!



এমনিতেই পুরো সপ্তাহ অফিস এবং মাস্টারস এর ক্লাস নিয়া খুব বেশি ব্যস্ত থাকতে হয়,তাই ছুটির দিন টা আমি পুরাপুরি হল-এ শুয়ে বসে কাটিয়ে দিতে ইচ্ছে করে,কিন্তু এটা আজ পর্যন্ত কোনদিনও আমার পক্ষে সম্ভব হয়ে উঠে নি। গতকালকে বন্ধু সোহেল এর অনুরোধ-এ ক্যন্টনমেন্ট এর পাশে মাটিকাটা গিয়েছিলাম, অনেক দিন পর। আগে অবশ্য প্রায়ই যেতাম। যাই হোক, অনেকেই আস্তে আস্তে আসা শুরু করল,আড্ডাও ধিরে ধিরে জমাতে থাকল, মাগরিবের আযান হচ্ছে চারদিকে,তখন একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমরা যে দোকান এর সামনে আড্ডা দেই,সেই দোকান এর দোকানদার একটু হুজুর টাইপ এর, বয়স খুব বেশি হবে না,আমাদের থেকে ২/১ বছ্রের বড় হবে,সে দোকান থেকে বের হয়ে আমাদের মধে একজন কে বলল ,চল নামাজে যাই, সে রেপ্লাই করল,আপনি যান,আমি আসতেসি, ওকে ভাল প্রস্তাব।কিছুক্ষন পরে লোকটি,আমাদের সবাই কে নামাজের জন্য মসজিদ এ যেতে বলল, পরক্ষনেই আমদের উত্তর না শুনেই বলে উটল " আমি কেবল এতটুকু বুজি ,যে এখন আমার সাথে মসজিদ এ যাবে,সে মুসলমান হিসেবে থাকবে ,যে আমার সাথে যাবে না, সে বেইমান হিসেবে বাইচ্ছা থাকতে হবে"। মন্তব্য টি শুনার পর ,আমি পুরাপুরি স্থম্ভিত হয়ে গেলাম! ইচ্ছে হচ্ছিল,কান এর ্নিচে একটা চড় লাগাই, পরে নিজেকে সামলে নিলাম, এভাবে সবার সাথে ব্যপারটি নিয়ে আলোচনা করলাম, এখনও মানুষ ইসলাম কে পুজি করে কিভাবে নিঃচিন্তে অন্যকে কাফের বানিয়ে দেয়, শেষমেশ নিজেকে এই বলে সান্তনা দিলাম, আমারা অধিকাংশ মানুষই ইসলাম সম্পরকে এই ধরনের চিন্তা ভাবনা পোষন করি না? তার কথাগুলো একেবারেই বিচ্ছিন্ন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.