আমাদের কথা খুঁজে নিন

   

চিন্তা ১ঃ বেনামী ব্লগ লেখার কাবণ



কেউ কি আমার ব্লগ পড়ছেন? পড়ে কোন লাভ হবে না। সত্য কথা বলতে কি আমি এই ব্লগ কার পড়ার জন্য লিখছি না। এই ব্লগ লিখছি শুধু আমার নিজের জন্য। আচ্ছা আমি বেনামী ব্লগ কেন লিখছি? নিএজ্র জন্য লিখলে ত কম্পিউটার এই লেখা যায়, ব্লগ এর কি দরকার। দরকার আছে। কম্পিউটার এর হার্ডডিস্ক ক্র্যাশ করলে এই লেখার ১২টা বেজে যাবে, ডকুমেন্ট কোন কারণে মুছে যেতে পারে, সে তুলনায় এই ব্লগ অনেক সুরক্ষিত। লেখার ১২টা বাজার চান্স কম। আর বেনামে লেখার কারণ হল, আমি চাই না আমার পরিচিত কেউ এই ব্লগ পড়ে আমাকে চিনতে পারুক। এখানে আমি আমার নিজের প্রায় সবকিছু লিখব। আমার সবকিছু মানুষ জেনে গেলে আমার নিজের থাকলোটা কি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।