আমাদের কথা খুঁজে নিন

   

গুগল অ্যাডসেন্সের রেফারাল বাটনগুলো আপনার সাইট থেকে মুছে ফেলুন

I realized it doesn't really matter whether I exist or not.

“যারা গুগল অ্যাডসেন্স ব্যবহার করেন এবং নিজেদের সাইটে অ্যাডসেন্সের রেফারাল প্রোগ্রাম চালু রেখেছেন, তাদেরকে আগষ্ট ২০০৮ এর শেষ সপ্তাহের মধ্যে নিজেদের সাইট থেকে রেফারাল মুছে দিতে ঘোষণা দিয়েছে গুগল অ্যাডসেন্স কর্তৃপক্ষ। ” গুগল অ্যাডসেন্সের সেটিংসে আপনি যদি নিউজলেটার ই-মেইলের মাধ্যমে গ্রহণ করার পদ্ধতিটি এনাবল করে থাকেন, তাহলে আপনি নিশ্চয়ই জানেন বিষয়টি। এই পোস্টটি তাদের জন্য যারা ই-মেইলটি রিসিভ করেননি বা পড়েননি কিংবা পড়েও বুঝতে পারেননি। গুগল অ্যাডসেন্সের অন্যতম একটি সেবা অ্যাডসেন্স রেফারাল প্রোগ্রাম। এই প্রোগ্রামের আওতায় আপনি আপনার সাইটে রেফারাল বাটন রাখতে পারতেন।

আপনার সাইটে রেফারাল বাটনটিতে ক্লিক করে যদি কেউ সংশ্লিষ্ট বিজ্ঞাপণদাতার পণ্যটি ক্রয় করে বা সাইন আপ করে (এই অ্যাকশনটি বিজ্ঞাপণদাতা কর্তৃক গৃহীত হয়ে থাকে), তাহলে আপনি এ থেকে একটি কমিশন পেতেন। অনেকেই বিভিন্ন ধরণের রেফারাল বাটন রেখে এতদিন আয় করেছেন। কিন্তু, সম্প্রতি গুগল অ্যাডসেন্স তাদের এক বিজ্ঞপ্তিতে তাদের সকল প্রকাশকদেরকে এই রেফারাল বাটনটি আগামী আগষ্ট ২০০৮ এর শেষ সপ্তাহের মধ্যে যার যার সাইট থেকে মুছে ফেলতে অনুরোধ করা হয়েছে। অতএব, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, আজই আপনার সকল সাইট থেকে রেফারাল কোডগুলো মুছে ফেলুন। যারা Mozilla Firefox with Google Toolbar কিংবা Monetize your content with AdWord, Earn revenue from relevant ads on your site with AdSense ইত্যাদি বাটন রেখেছেন, তাদের সবাইকে উদ্দেশ্য করেই গুগল এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে।

(নির্ধারিত তারিখের আগে রেফারাল কোড না মুছলে কী হবে তা গুগল বলেনি। তাই অনুগ্রহপূর্বক আপনার সাইটের রেফারাল কোডগুলো অতিসত্ত্বর মুছে ফেলুন। ) এরপর যা আসছে গুগল অ্যাডসেন্স তাদের রেফারাল প্রোগ্রামকে রিটায়ার করাবার পরই অভিষেক ঘটাবে একই ধরণের নতুন এক সেবার যার নাম থাকবে, গুগল অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। অ্যাফিলিয়েট নেটওয়ার্ককে নতুন করে চিনিয়ে দেবার কোন প্রয়োজন নেই। যারা গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে রেফারাল ব্যবহার করেছেন, তারা তো অবশ্যই জানেন রেফারালের কার্যপদ্ধতি।

একই সিষ্টেম দ্বারা গুগল অ্যাফিলিয়েট নেটওয়ার্কও কাজ করবে। পুরো প্রক্রিয়াটাকে এক কথায় নীচের তিনটি লাইনে বলা যায়। অ্যাফিলিয়েট নেটওয়ার্ক এর একটি বাটন আপনার সাইটে প্রদর্শিত আছে। কেউ একজন আপনার সাইটের বাটনটি ব্যবহার করে সংশ্লিষ্ট বিজ্ঞাপণদাতা প্রতিষ্ঠানের নির্ধারিত কাজটি (যেমন পণ্য ক্রয় করা, সফটওয়্যার ডাউনলোড করা, রেজিষ্ট্রেশন করা ইত্যাদি) করবে। আপনি এ থেকে একটি নির্ধারিত কমিশন পাবেন।

আপনার কমিশন $ ০.০১ থেকে নিয়ে শুরু করে $ ৫ পর্যন্ত হতে পারে। এটি নির্ধারণ করে বিজ্ঞাপণদাতার উপর। ========= এই লেখক যে কোন ধরণের তথ্য-প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন বা পত্রিকার তথ্য-প্রযুক্তি বিষয়ক ফ্রীল্যান্স লেখক হতে চান। অনুগ্রহ করে যোগাযোগ করুন ০১৭১৫ ৪০৫২৭৮।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.