আমাদের কথা খুঁজে নিন

   

ছিটমহল বাসীদের কথা।

আমি কার পক্ষে নই, আমি সেই পক্ষে, যে পক্ষে ঘুমিয়ে আছে ৩০ লক্ষ শহীদ ছিটমহল কি? ছিটমহল আমাদের দেশের ভৌগলিক সীমানা থেকে বিচ্ছিন্ন কিছু ভুখন্ড। বাংলাদেশের ভিতরে ভারতের, ভারতের ভিতরে বাংলাদেশের যে ভুখন্ড রয়েছে সে গুলু ছিটমহল নামে পরিচিত । ১. ১৯৪৭ সালে রেদক্লিপের মানচিত্রে ভিবাজন থেকেই উদ্ভব ছিটমহলের। এক দেশের ভূখণ্ড থেকে যায় অন্য দেশে শুরু হয় এই মানবিক সমস্যার। ২.১৬২ টি ছিটমহল আছে দুই প্রতিবেশি দেশে, এর মধ্যে ভারতের বাংলাদেশে ১১১ টি বাংলাদেশে ভারতের ৫১ টি।

৩. ভারতের লোকসংখ্যা ৩৭০০০ বাংলাদেশের ১৪০০০। কি কি ? সমস্যা হয় ছিটমহল বাসীদের ছিটমহল বাসীদের কথাঃ ১. আমরা ছিটের মানুষেরা নানা রকম সমস্যায় ভুগি। একটি দেশের মধ্যে থেকও আমরা পরাধিন। ২. আমাদের জমি দখল করে নিয়ে যায়। মামলা করতে গেলে আমাদের মামলা নেয় না।

৩. শিক্ষা , চিকিৎসার অভাব বছর জুড়ে থাকে উতপ্ত সীমান্ত এলাকা, আতঙ্ক নিয়ে দিন কাটায় ছিটমহল বাসীরা। আমরা এই মানবিক সমস্যার সমাদান চাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.