আমাদের কথা খুঁজে নিন

   

প্রাকৃতিক সপ্তাশ্চার্য, অতি প্রাকৃতিক ব্যাপার-সেপার

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...
হুজুগ একটা লেগেছে বটে...কক্সবাজার আর সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চার্য নির্বাচনে জয়ী করবার উদ্দেশ্যে যেভাবে উঠে পড়ে লাগা হয়েছে, তাতে যে কারো মনেই হতে পারে এটা যেন বাংলাদেশের একটা জাতীয় সমস্যা। পাঠক একবারও কি চোখ বুলিয়েছেন এই নির্বাচনের Latest লিডার বোর্ডে? না দেখে থাকলে আবার দেখুন : View this link আপনি অবাক চিত্তে লক্ষ করবেন যে শীর্ষ ৭ এর সবগুলো এশিয়ায় অবস্থিত। আর এটাই আসলে এই নির্বাচনে কিভাবে ভোটিং হচ্ছে তা বলে দেয়। অবাক হচ্ছেন কি করে পৃথিবীর সব প্রাকৃতিক সৌন্দর্য্য এসে এশিয়ায় ভীড় জমালো? অবাক হবেন না যখন জানবেন ভোটিং করার জন্য অসংখ্য ইমেইল আইডি ও পাসওয়ার্ড সম্বলিত সাইটের সাহায্য নেয়া হচ্ছে। শুধু তাই নয়, এভাবে ভোটিংকে উৎসাহিতও করা হচ্ছে! বাংলাদেশী ভোটারদের মাথায় একটু দেরিতে হলেও দুষ্টু বুদ্ধিটা চাড়া দিয়ে উঠেছে [ভিয়েতনামের দেখাদেখি ] সুন্দরবন আর কক্সবাজারের অন্তর্ভুক্তির পর সেদিন পত্রিকায় দেখলাম জনৈক এক ব্যাক্তি এই তালিকায় হাকালুকি হাওড়ের অন্তর্ভুক্তি প্রত্যাশা করছেন।

বাহ্! বাহ্! ভেবেছিলাম এটার নাম দেবো এশিয়ান প্রাকৃতিক সপ্তাশ্চার্য....এখন দেখছি বাংলাদেশের প্রাকৃতিক সপ্তাশ্চার্য নাম দিতে হবে। আসুন পাঠক, তবে আর দেরি কেন? বলধা গার্ডেন, ভাওয়ালের শালবন প্রভৃতির নামও অন্তর্ভুক্ত করে ফেলি, কি বলেন? অবশ্য আমার বাড়ির পিছনটাও মন্দ না। এটাও দেখতে পারেন: কি লাভ এসব করে? (অবশ্য আর কারো লাভ না হলেও ওই ওয়েবসাইট মালিকের প্রচুর লাভ ঠিকই হচ্ছে ভোটিং পেইজ এর বিজ্ঞাপণ থেকে ) হলোই না হয় কক্সবাজার জয়ী। অনেকে হয়তো বলবেন পর্যটন শিল্পের উন্নতি....জাতির সাফল্য....রাখেন!! বেলাভূমির নিরাপত্তা নিশ্চতকরনের কাজটাও আজ অব্দি করতে পারিনি আমরা। পর্যটন এলাকাগুলোতে থাকার ব্যবস্থার কথা আল্লাহ তায়ালাই ভালো জানেন।

দেশের মানুষ ভাতের অভাবে মরে, চালের মূল্য আকাশচুম্বী আর ওনারা সেমিনার করেন, সভা করেন কক্সবাজারকে ভোট দেয়ার জন্য....ধিক্কার তোমাদের। একটা মানুষ যে আজ রাতটা না খেয়ে ফুটপাথে শুয়ে আকাশের নিচে রাত কাটাচ্ছে তাদের গিয়ে বুঝান আপনাদের ভোটিং এর গুরুত্ব। প্রাকৃতিক সপ্তাশ্চার্য নির্বাচনে জেতার সাফল্য অর্জন করার কথা বলা হচ্ছে....কিন্তু সে সাফল্য অর্জনের পর দলে দলে বিদেশি পর্যটক এনে কি দেখাবেন আপনারা? বেলাভূমিতে রাজত্ব করছে দালাল গোষ্ঠি, ছিনতাইকারীরা? দু'পা হাঁটলেই ডাবের খোসা, খালি চিপসের প্যাকেট আর "আফা কয়ডা ট্যাকা দেন" ধ্বনি, এইসব? শীর্ষ ৭ এ থাকা স্থানগুলো মাত্র তিনটি দেশের মধ্যে সীমাবদ্ধ - বাংলাদেশ, ভিয়েতনাম, ফিলিপাইন। শীর্ষ ৭৭টি স্থানের মধ্যে ইউরোপে অবস্থিত মাত্র একটি। বুঝতেই পারছেন কারা ভোট করছে, কিভাবে করছে.... কি পাঠক, আমাকে কি দেশমাতার প্রতি ভক্তিহীন মনে হচ্ছে? তা হতে পারে।

কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন....হয়তো মর্মোদ্ধার করতে পারবেন খানিকটা হলেও। *** ব্লগ লিখে গরীব মানুষের পেটের ক্ষুধা দূর করা যায়না তা আমিও জানি। কিন্তু ওরা যারা সেমিনার করছে ওরা তো অন্তত পারে চেষ্টা করতে.........
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.