আমাদের কথা খুঁজে নিন

   

কয়েকদিনের জন্য ডুব দিচ্ছি...

মুতাসিমের ফালতু ব্লগে আপনাকে স্বাগতম! দুনিয়ার সব ফালতু ফালতু লেখা গুলা পাবেন এখানে।
৬০ ওয়াটের হাসি মুখে হাকিম মিঞা। ------নগর বালক ---- [সনেট] আজকে অনেক দিন পর লেখতেসি। আসলে আমার সময়ের সংকট পইড়া গেসে। কিরে ভাই ২৪ ঘন্টার একটা দিনে এত কিসু কেমনে করমু।

আচ্ছা যাউক সে সব কথা। আমার একজন ব্লগার বন্ধুর কথা শুনে আমার বুকের ভিতরে কেমন জানি চিরচিরাইয়া উঠসে। আচ্ছা তানিয়া আপু আপু আপনি এইটা বলতে পারলেন। নগর বালক কখনোই থামবে না শুধু মাত্র আপনাদের জন্যই আমরা আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখবো সব সময়। আচ্ছা এইটাও যাউকগা।

আমার মাথা লিখার বড় সংকট পইড়াগেসিলো। পুরা মগবাজারের জ্যামটা আমার মাথার মধ্যে লাগসে। আবার স্কুল, কোচিং, স্যার, হাবিজাবি এদের কাছে পড়তে পড়তে সময়টাই আর থাকে না। বিকালে যা একটু সময় পাই তাও অন্য একটা কাজে ব্যয় করতেই হয়। ঐ ফাকে বন্ধুদের সাথেও একটু দেখা সাক্ষাত হয়।

নগর বালকের এই সামান্য টানাটানির দিনে তোমারা আমাদের সাথেই থাকো একটু। দেখবা সব আবার জমে ঊঠবে। সব সময় তো আর চাইলেই মজা করা যায় না বন্ধু.... আচ্ছা ঐ সব বাদ দিলাম। আজকে শুক্রবার। এখন সময় সকাল ৬.২৪।

আগের প্যারাটা লিখসিলাম কালকে রাত্রে। আচ্ছা এখন আজকের পোস্ট শুরু করি। কালকে বিকালের দিকে আমি আর সনেট ভাইয়া উনার বাসায় যাচ্ছিলাম। আমরা সবাই চেষ্টা করি বৃহঃ, শুক্র এই দুই দিন নগর বালকের জন্য একটু সময় দিতে। কারন এই দুইটা দিন আমি মোটামোটি ফ্রি থাকি।

তো উনার বসায় যাওয়ার আগে উনি আমার বাসায় আসছিলো। আমি পিসিটা ছাড়সি গেসে কারেন্ট চইলা। উনার বাসায় রওনা দিলাম। বাহ.. এক হাসিখুশি মানুষের সাথে পরিচয়। রাস্তায় রিক্সাতো চালায় না, মনে হয় গরুর গাড়ি।

আমরা কই ও ভাই আপনি সামনের দিকে তাকাইয়া রিক্সা চালান। না ঐ ব্যাটা কোন খান দিয়া কোন মেয়ে যাইতেসে ঘাড়টারে ৯০ ডিগ্রি পর্যন্ত ঘুরাইয়া দেখবো। আচ্ছা যাক ঐটা দেখুক। কিছুক্ষন আমি আর সনেট ভাইয়া একটা বিশেষ ব্যাপার নিয়া কথা বলতেসি ব্যাটায় আমাগো দিকে তাকাই এমন একখান হাসি মারলো হেইডা দেইখা আমরা দুইজন চিৎ হইয়া পইড়া যাওয়ার অবস্থা। যাই হোক পুরা রাস্তা এই ব্যাটারে "ভাই ডাইনে , ভাই বামে.." ব্যাটার লগে চিল্লাইতে চিল্লাইতে লাস্টে আমি কই "ভাই.. এখ কাম করেন আপনি পিছে বসেন সনেট ভাইয়ের সাথে দেন আমিই রিক্সা চালাই"।

এইডা শুইনা ওরে কি হাসি। আমার মাথায় আসে না ওই হাসবো না রিক্সা চালাইবো। এসব দেখতে দেখতে আমাদের সনেট ভাইয়া বেশ কয়েটা ছবি তুলে ফেলল। রাস্তা বন্ধ করার নতুন পদ্ধতি। -----নগর বালক--- [সনেট] ৭ তারিখ থেকে আমাদের নগর বালকের অনেক গুলা বন্ধুরই পরীক্ষা শুরু মএন হয়।

আমি, পুনম, সানাম আপু, তানিয়া আপু, অর্পিতা এরা সবাই মনে হয় কয়েকদিনের জন্য ডুব দিবো। চিন্তার কিছু নাই। পরীক্ষাটা শেষ করেই একবার রাস্তায় নামবো। মনে হয় আগস্টের শেষের দিকে বা তার কিছু পরে নগর বালকের সব বন্ধুদের দেখা হইতে পারে। দেখা যাক কি হয়.... [নাহ.... পোস্ট টা ভালো হয় নাই।

এই পোস্টাও নগর বালকের জন্য লিখা। কিন্তু এখানে পোস্ট না করলে আমার কেমন জাচি লাগে। এর আগের বৃহঃ বার মনে হয় শেষ পোস্টটা করসিলাম। এই নেন নগর বালকে এই পোস্টের লিঙ্কঃ Click This Link ]
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.