আমাদের কথা খুঁজে নিন

   

জাষ্ট ক্লিক এবং উপার্জন করুন ডলার

"এসো নীপবনে, ছায়াবীথী তলে"

ভুমিকাঃ একটি প্রবাদ আছে- “যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই, পাইলেও পাইতে পার মানিক রতন”, যারা এই তত্ত্বে বিশ্বাসী শুধুমাত্র তারা এই সুযোগটি নিতে পারেন। প্রথমেই বলে নিচ্ছি আমি নিজেও ব্যক্তিগতভাবে এই বিষয়টির প্রতি সন্দিহান। যেহেতু কোন পয়সা খরচ হয় না এবং অন্য কোন ধরনের বিপদের আশংকা নেই তাই আমি এ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছি। আপনারাও ট্রাই করতে পারেন। পদ্ধতিঃ অনলাইনে এখন অনেক ওয়েব সাইট আছে যেখানে রেজিষ্ট্রেশন করলে (বিনামূল্যে) ওরা একটি ইউজার একাউন্ট দেবে এবং ওই একাইন্টে লগ-ইন করলে প্রতিদিন চার থেকে বিশটি পর্য়ন্ত লিংক পাওয়া যাবে, যেগুলোতে ক্লিক করলে প্রতি ক্লিক বাবদ সাইটভেদে ১ সেন্ট/ ০.৫ সেন্ট প্রদান করে (১০০ সেন্ট = ১ ডলার)।

এগুলো সংশ্লিষ্ট একাউন্টে সযংক্রিয়ভাবে জমা হতে থাকে এবং একটি নির্দিষ্ট এমাউন্ট জমা হলে (মিনিমাম ৫ ডলার) উক্ত ডলার আপনি ‘পে-পাল’ অথবা ‘এলার্ট-পে’-তে সরাসরি ট্রান্সফার করে নিতে পারবেন। সুবিধাঃ ১. বিনা টাকায় বাণিজ্য। ২. কমপক্ষে ১০টি সাইটে রেজিষ্ট্রেশন করলে মাসে কমপক্ষে ৫০ ডলার জমা করতে পারবেন (প্রতি দিন ১ ঘন্টা খাটতে হবে), বুদ্ধি থাকলে আপনি এই আয়টাকে মাসপ্রতি হাজার ডলার পর্যন্ত নিয়ে যেতে পারবেন। ৩. আয় বাড়ানোর আরেকটি উপায় হচ্ছে রেফারেন্সিং। ৪. জমাকৃত ডলার পরে তুলে নিতে পারবেন অথবা অনলাইনে কেনাকাটা করতে পারবেন।

অসুবিধাঃ ১. ‘পে-পাল’ কিংবা ‘এলার্ট-পে’ বাংলাদেশে এখনও তাদের কার্যক্রম শুরু করেনি, তবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এদের অফিস আছে। তবে ভয় পাবার কিছু নেই, আপনি এখানে বসেই ‘পে-পাল’ অথবা ‘এলার্ট-পে’-তে রেজিষ্ট্রেশন করতে পারবেন এবং অপেক্ষায় থাকুন অচিরেই এদের কার্যক্রম বাংলাদেশে শুরু হতে যাচ্ছে (অথবা এই চান্সে ইন্ডিয়ায় বেড়িয়ে আসতে পারেন)। সতর্কতাঃ ১. আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড ভুলবেন না, কাউকে ঘুনাক্ষরেও জানাবেন না। ২. এই লেখাটি নিশ্চিত অর্থ উপার্জন নিশ্চিত করে না (যেহেতু আমি এখনও কনফিউশনে আছি), তবে ট্রাই করে দেখতে পারেন। উপসংহারঃ তবে আর দেরী কেন? আসুন আজই ছাই উড়াই!!! পুনশ্চঃ নীচে আমি কতগুলো লিংক দিচ্ছি, জাষ্ট ক্লিক এন্ড আর্ন------ ১ 2 3 4 5


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।