আমাদের কথা খুঁজে নিন

   

একখান ফাইজলামি কৌতুক

যা না যানার তাই জানতে চাই। িমথ্যার শৃঙখল ভাংেত চাই

১। এক মেডিক্যাল কলেজের ল্যবরেটরিতে প্রফেসর সাহেব প্র্যাকটিক্যল ক্লাস করাচ্ছেন। তিনি একটি কাঁচের জার হাতে নিয়ে ছাত্র - ছাত্রিদের উদ্দ্যেশ্য করে বল্লেন ডাক্তার হবার সর্বপ্রথম সর্ত হচ্ছে পর্যবেক্ষন। রোগের প্রথমে পর্যবেক্ষন রোগের শেষেও পর্যবেক্ষন।

তিনি সেই হলুদ পানি ভরা জার খুল্লেন এবং ছাত্র - ছাত্রিদের বল্লেন গন্ধ নিতে, গন্ধ নিয়ে বোঝা গেল এটি ্যৈামোনিয়ার গন্ধ। তার মানে এটি হলো ইউরিন। ডাক্তার সাহেব এইবার একটি আন্গুল তাতে দিয়ে বের করে চুষলেন। যথারিতী ছাত্ররাও একটি করে আন্গুল তাতে দিয়ে বের করে এন চুষলো যদিও তাতে তাদের মোটেও কনো ইচ্ছে ছিলনা কিন্তু স্যার বলে কথা। হঠাৎ ডাক্তার সাহেব চিৎকার করে বলে উঠলেন তোমাদের কারর ডাক্তার হবার যোগ্যতা নাই, আমি ডোবালাম তর্জনী আর চুষলাম মধ্যমা আর তোমরা ডোবালে তর্জনী আর চুষলেও তর্জনী।

গর্ধব কোথাকার। ২। একবার কোলকাতায় এক লেখক ধুপি পড়ায় িগেয় েদখেলন গাধারা সব দাড়িয়ে কানছে তিনি কৌতুহল বসত এক গাধাকে জিেগ্ষ করলেন তুমি কাঁদছ কেন? গাধাটি বল্ল আমাদের মালিক আমাদের সারাদিন কাজ করায় কিন্তু খেতে দেয়না। প্রায় সবগুলো গাধাই একিরকম উত্তর দিল। শেমের গাধাটিকে তিনি জিগ্সে করলেন তুমি কাঁদছ কেন ? সে বল্ল আমার মালিক আমাকে খেতে দেয় কিন্তু কাজ করায় না।

লেখক বল্লেন তাহলেত ভালো এতে কাঁদতে হবে কেন? গাধা বল্ল কাঁদ্ছি এই কারনে যে গাধা কি আমি না আমার মালিক এই ভেবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।