আমাদের কথা খুঁজে নিন

   

অবাধ্য স্ত্রী।



এই অবাধ্য স্ত্রী তুমি জানো না কি তোমর পরিচয়? কি তোমার সম্পত্তি আর কি-পথিক? তুমি শুধু জেনেছো ভাঙ্গা, জানোনি কখনও কি তোমার গড়া। কি তোমার করার ছিল? তা তো তুমি মানোনি, সে যে তোমার মন গড়া, তাইতো নেই তোমর সুখের ছায়া। এ নারী স্বামীর অগচরে যা তুমি করেছো, তা কি তোমার অবলিলা, না কি খেলা? যার অজানে- মিলন ঘটিয়েছো অন্যের নিমিত্তে। তাইতো তোমার জীবন যাবে কাদতে কাদতে, বছর কিংবা বার মাস। আমিহীনা কি ভাবে চলে, তোমর জীবনও শুরের মেলা, এ যে তোমার চার্তুতার খেলা, আমি কি ছিলেম এতই বোকা? তোমার হৃদয়ও বাসরে এ কেমন খেলা? তাইতো ভুলতে পারি না তোমার কথা? তোমার তুলনা তুমিই কি না? তুমি যে বিহঙ্গনা দেহ তোমার মন।

তুমি বিদ্ধস-, তুমি ক্ষতিগ্রস-। তুমি ছলনাময়ী, অঙ্গে তোমার ঘাঁ। তুমি বিলিন তুমি দেহবশেষ। এ নারী সর্বনাশ, তোমার দেহদান। তুমি পাপি তিনি যামিনদার।

সময় থাকতে চেয়ে নাও তাই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।