আমাদের কথা খুঁজে নিন

   

অবাধ্য প্রেম

আজ এ প্রভাতে রবি আভাতে আঁখি দু’টি মোর লজ্জা ভুলিয়া দেখে অপলক শুধুই চাহিয়া ঝাঁকড়া কেশী, যাচ্ছে চলিয়া। সব কিছু ভুলে মন আমার দিয়েছে খুলে প্রীতির দুয়ার। মম দেহ হতে মর্ম আমার মিশিছে তোমাতে। কে তুমি জোয়ান নব এ গাঁয়েতে? তোমারি লাগি বুঝি প্রতীক্ষা মোর ছিলো দের যুগ ধরে একবার যখন দেখিছি তোমারে বলো হে সখা আজ এ লগনে কেমনে তুমি এড়াবে আমারে!! প্রীতির বিধু আজ উদিত মোর হৃদয়ে ওগো সখা একটু দাড়াও যেথা খুশি যাও, শুধু যাও মোরে লয়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।