আমাদের কথা খুঁজে নিন

   

বর্ষার জলে কান্না শোনো

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

পুরনো মোমের আলোয় জ্বলে যদি একটা শহর বিমোহিত সুরে ভাসবো সখি বর্ষার জলে আত্বমগ্ন একা একা দিন কাটে না মনের ভিতর অঘটন কতকাল রাখবো সেথায় বর্ষার জলে কান্না শোন মেয়ে ফিরে এসো, এসো না ফিরে। কতো বিনম্র আহ্বানে খুঁজি তোমায় তোমারি পথে চেয়ে থাকি ভরাট জ্যোসনা দেখার বেলায় তোমারই জন্য তুলে রাখি, কান্নার জল হয় বর্ষার আকর তোমার রেখে যাওয়া স্মৃতির আলোকে ভাবি দুরে গেলেই হয় কি পর? চেনা পথ হয় অচেনা, এই মর্ত্যলোকে? এসো না ফিরে সময় হলেই এপথ সেপথ কোথাও খুঁজে পাবে না স্বপ্নেরা সব মন ভেঙ্গেছে সুখ কেড়েছে ঠিকানা মেয়ে ফিরে এসো, এসো না ফিরে। কত সময় যায় কেটে একাকি পথে পথে ফেরার তাগিদ হয় না শেষ ঘর ফিরে একাকি উঠানে থাকি তবুও কি হয় স্বপ্নেরা নিঃশেষ? স্বপ্নেরা তাই ডানা মেলে চলে তুমি ফিরে আসবে,পান্ডুলিপি হাতড়ায়, জানালার শার্সিতে রোদ পড়ে গলে, ভোরের কুয়াশা দুরে সরে যায়। ফিরো যদি আসো কন্যা পথ হারানো দৈবলোকে দুচোখ বেয়ে আলোর বন্যা তোমার আমার আর্দ্র বুঝে মেয়ে ফিরে এসো, এসো না ফিরে। যদি ফিরে আসো আমার উঠানে যদি তুমি শোন এই আহ্বান, আকাশের স্বপ্ন দেখবো তোমায় নিয়ে হৃদয়ের অন্তিম উচ্চারণ পাবে তীব্র গতি, বসুমতী হয়ে উঠবে আনন্দভূবন, সস্তা কথা গড়ে তুলবে বৃহৎ আয়োজন, তারপর নতুন করে গড়বো অমিয় শব্দমালা। লাল নীল হলুদ স্বপ্নেরা জড়ো হয়ে যাবে আলোক ছড়াবে দুর ছায়াপথে স্বাগত জানাতে সময়ের এই মধুরতাকে। পুরনো মোমের আলোয় জ্বলে যদি একটা শহর বিমোহিত সুরে ভাসবো সখি বর্ষার জলে আত্বমগ্ন একা একা দিন কাটে না মনের ভিতর অঘটন কতকাল রাখবো সেথায় বর্ষার জলে কান্না শোন মেয়ে ফিরে এসো, এসো না ফিরে। একটা শহর পুড়ে নিভে যায় হয়তো যেমনটা পুড়েছিল রোম শহর একটা মন পুড়ে কবে নিভে কতোটা মন পুড়ে গেলে হয় নিঃশেষ, কতোটা মোমের আলোয় আলোকিত হয় বলো- মনের গহীনে থাকা ছোট্র একটি ঘর? দুরে যাওয়া, চলে যাওয়া, ভুলে যাওয়া নিরন্তর এতসব যাওয়ার কতোটা মানে আছে? সহজ উত্তর নিয়ে আসবে জানি তুমি ফিরে এসো তুমি এই উঠানে। গান : বর্ষার জলে কান্না শোনো কবিতা : এলোমেলো ভাবনায় প্রতীক্ষা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।