আমি প্রকৌশলী। তবে কৌশল করে কিছু করতে চাই না। আমার নীতি হল স্পষ্ট কথায় কষ্ট নেই। আর বেশী কিছু বলার নেই। কারন, আমি কথা কম বলতে ভালবাসি।
পাঠকবৃন্দের মধ্যে এমন মানুষ খুব কমই পাওয়া যাবে যারা কোনোদিনই স্বপ্ন দেখেননি। কেউ হয়ত রোজ দেখেন, কেউ হয়ত মাঝে মাঝে দেখেন আবার কেউ হয়ত শুধু মাত্র মসলাদার রান্না খেয়ে পেট গরমের জন্য দেখেন। স্বপ্নের ভাষাগত দিকে পরে আসছি, আগে ছোট করে জেনে নিই যে স্বপ্নকে মনস্তাত্তিকেরা কি বলেন।
স্বপ্ন হল ধারাবাহিক কতগুলো ছবি ও আবেগের সমষ্টি যা ঘুমের সময় আমাদের মনের মধ্যে আসে। এগুলো আমাদের কল্পনা হতে পারে, অথবা আমাদের অবচেতন মনের কথাও হতে পারে।
সাধারনতঃ আমরা অনেক স্বপ্ন দেখি। তবে সবগুলো মনে থাকে না।
কিন্তু আমরা স্বপ্ন শব্দটা বাংলা ভাষায় নানা ভাবে ব্যাবহার করে থাকি। তার কিছু উদাহরন দিলাম এখানে।
প্রকৃত অর্থ: জানো তো আমার বই পড়ার শখ।
কাল রাতে একটা মজার স্বপ্ন দেখলাম। আমি চোরাবালির মত চোরা বইয়ে ডুবে যাচ্ছি।
লক্ষ্য: স্বাধীনতা সংগ্রামীদের একমাত্র স্বপ্ন ছিল দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করা।
রোগ বিশেষ: একটা কুঅভ্যাস কৈশোরকালে অনেক ছেলের মধ্যেই থাকে। ওটা দোষের কিছু না।
ওটা না করলে স্বপ্নদোষ রোগে ভুগতে হয়।
আকাশ কুসুম কল্পনা: বাংলায় একটা প্রবাদ আছে। চ্যাটায় শুয়ে লাখ টাকার স্বপ্ল দেখা। দিবাস্বপ্ন আর কি!
আকাঙ্খা: আমি তোমার পানিপ্রার্থী। তুমিই আমার স্বপ্নের রানী।
রবীন্দ্রনাথের ভাষায়
"এসো মম স্বার্থক স্বপ্ন।
করো মম যৌবন সুন্দর । ।
দক্ষিনা বায়ু আনো পুষ্পবনে।
ঘুচাও বিষাদের কুহেলিকা।
। "
খারাপ স্মৃতি: সেদিনের সেই দুর্ঘটনার কথা কিছুতেই ভুলতে পারছি না। ওটা যেন আমাকে দুঃস্বপ্নের মতো ধাওয়া করেছে।
সবাই ভাল থাকবেন। আজ এই পর্যন্ত্যই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।