আমাদের কথা খুঁজে নিন

   

দরবেশ - কহলিল জিব্রানের The Prophet-এর বঙ্গানুবাদ - ১৮



১৭. অতঃপর একজন শিক্ষাগুরু বলল, শিক্ষা বিষয়ে তুমি কিছু বল এবং সে বলল: তোমাদের জ্ঞানালোক উদয়ে তোমাদের মধ্যে আধোঘুমে উপ্ত কিছুরই রহস্য কেউ প্রকাশ করতে পারে না। যে মন্ত্রগুরু তাঁর অনুগামী শিষ্যদের নিয়ে জ্ঞানমন্দিরের ছায়ায় হেঁটে বেড়ান তিনি তাঁর বিশ্বাস আর সপ্রেম স্নেহ ভিন্ন তাঁর প্রজ্ঞা বিলিয়ে দেন না বিলক্ষণ বিচক্ষণ যিনি তিনি তোমাদের মনস্বীতার চৌকাঠে পথ দেখিয়ে নিযে যাবেন, কখনই তিনি তাঁর প্রজ্ঞাপারমিতাবাসে প্রবেশের অনুমতি দেবেন না। জ্যেতির্বিদ যিনি তিনি তাঁর ভূমণ্ডলের বিষয়ে জ্ঞানোপলদ্ধির কথা তোমাদের বিদিত করতে পারেন কিন্তু কখনই তিনি তাঁর ঋদ্ধিকে তোমাদের উজার করে দেন না। সঙ্গীতবিদ যিনি তিনি বিপুলা পৃথ্বীর ঋত ছন্দম গেয়ে শোনাতে পারেন কিন্তু সেই সুরধ্বনীকে ধারণ করতে পারে যে কর্ণ তা তিনি দান করতে পারেন না, প্রতিধ্বনীকারী সেই কণ্ঠস্বরকেও তিনি দান করতে পারেন না। কিংবা সংখ্যাতত্ত্বের বিশারদ যিনি তিনি ওজন ও মাপমাত্রার জগত সম্পর্কে তোমাদের বিদিত করতে পারেন কিন্তু তিনি তার অধিক তিনি কিছু করতে পারেন না। (জেনে রেখো) কোন একজনের দর্শনাভীক্ষা অন্য কোনজনের ডানায় জুড়ে দেওয়া যায় না এবং তোমরা প্রত্যেকেই ঐশীজ্ঞানের মুখোমুখি একাকী প্রত্যুতমান যেমন তেমনই ঐশীজ্ঞান ও বিশ্বজ্ঞানের অন্বোষায় তোমরা প্রত্যেকেই নিঃসঙ্গ একাকী, (কেউই তোমাদের সঙ্গী না)।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.