আমাদের কথা খুঁজে নিন

   

ফাল্গুনের প্রশ্ন

এখন, এই ফাল্গুনের দুপুরে আর কোনো উদাসীনতা নয়, শিমুলের শাখায় ফুটে থাকা ফুলের গায়ে মাখামাখি হয়ে শুয়ে থাকা রোদের দিকে যারা খালি অবিরাম ছুড়ছে দীর্ঘশ্বাস, ওদের ধরো; যে কোকিল সারাটি দুপুর ধরে অবিরত ক্লান্তিহীন ডেকেই চলেছে, ওদের দীর্ঘশ্বাস সে পাখির পথে তুলেছে পাহাড়। অতএব, ওদের ধরো, ধরে জিজ্ঞেস করো: ফাল্গুনের দুপুর জুড়ে নিজেকে উজাড় করে যে কোকিল ডেকেই চলেছে, অচেনা পাখিই যদি সে, ডাকে যদি তার এতোই কোলাহল, এতোই যদি সে বাড়ায় 'হায় হায়', বাড়ির ঠিকানা কেন তাকে দিয়েছিলো পলাতকের দল! ওদের প্রশ্ন করো তবে: 'অচেনা পাখিই যদি সে, স্বরে তার অতোটা অধিকার কোত্থেকে আসে!'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।