আমাদের কথা খুঁজে নিন

   

ফাল্গুনের হাওয়া

ভোরের তারা হয়ে একাকি পথ খুজি

হাওয়াটা এমনই, হঠাৎ এসে বুকের ভিতর কাপন ধরিয়ে যায়। হাওয়াটা এত মধুর হয়, পরম মমতায় সারা শরীর জড়িয়ে দিয়ে যায়। হাওয়াটা ব্যাথার উপর নরম সুখ হয়ে ছুয়ে ছুয়ে যায় হাওয়ার দিন চলে যায়,ফাল্গুনের যে পাতা ঝরানো শেষ। বৈশাখ তার আগমনী বার্তা পাঠায়। হায় জমে থাকা দুঃখ গুলো সেই হাওয়ায় ভাসতে পারল না।

কালবৈশাখীর তান্ডবের অপেক্ষায় থাকে সে, আরো যন্ত্রনা যে তাকে সইতে হবে। কষ্ট কথার আলাপনে আরো তাকে ভাসতে হবে। । (এই হাওয়া শীতের শেষে এবং বসন্তের শুরুর দিকে থাকে। মাত্র দুই তিন দিন এর স্হায়িত্ব হয়।

বড় মধুর সেই হাওয়া। কেউ কি খেয়াল করেছেন। কাজ কাম নাই হাওয়া বাতাস নিয়া আছি। )

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।