আমাদের কথা খুঁজে নিন

   

২০৯৯ অথবা ২৭০০০ বছর আগের কোন এক দিন অথবা ২০১৩, চরম ভাবে ১৮+ মাতাল ব্লগারদের উৎসর্গ করিয়া এই লিখা লিখা হইয়াছে।।

আমি ফ্রা ঙ্কে স্টা ই ন......... সময় টা ২৯৯৯ সাল, মনুষ্য ব্লগার আমিনুর রহমান দাঁড়িয়ে আছেন গুলিস্তানের মোড়ে, সসার স্ট্যন্ডে, পাশ থেকে সসার ওয়ালা ডেকে যাচ্ছে আহেন ভাই আহেন, নেপচুন, মঙ্গল, জুপিটার ডাইরেক্ট, ডাইরেক্ট আহেন ভাই আহেন। মাত্র অফিস থেকে বের হয়েছেন। উনার বাসা মঙ্গলে, কিন্তু এখন যেতে হবে কল্ডিয়াস নক্ষত্রপুঞ্জে। ওখানে ছবির হাটে ব্লগ আড্ডা বসেছে। রাস্তায় যদি জ্যাম না থাকে তা হলে মাত্র ১০ মিনিটের রাস্তা।

বাসায় এক সিং ওয়ালা এস্ত্রোভিয়াস নক্ষত্র থেকে আসা সবুজ চুল ওয়ালা বউ। বেশ ভালো বেসেই বিয়ে করেছিলেন। কিন্তু বিয়ের পর বউটা এলিয়েন থেকে ক্রমশই মানুষ হয়ে উঠছে আর হয়ে উঠছে দজ্জালনী। এ দিকে ছবির হাটে অপেক্ষা করছে কাদকিস খাদক গ্রহের ব্লগার জাজিদিক্স জুক্স, নুমানিক্স নুমি, নোয়াখালীর হাসানিক্স, আরমান আপা (B.P), নর্থ সাউথ তামিমুলিক্স, ইভাস্পুচ ইভা পুশি এবং ব্লগার মঙ্গল ভান্ডারী। আগেই বলে রাখি এই দলের মাঝে একমাত্র আমিনুর রহমান আর মঙ্গল গ্রহের ভাঙ্গারী দোকানের ব্যবসায়ী মঙ্গল ভান্ডারী এরা দু জন ই প্রকৃত মানুষ।

বাকীদের দেখতে মানুষ মনে হলেও তারা সব হলো এলিয়েন আর মানুষের মিক্স। ২০১৭ সালে হয়ে যাওয়া শতাব্দী ব্যাপী বাকস্বাধীনতা বনাম সরকারি কায়েমী রাষ্ট্র ব্যবস্থার মাঝে অব্যাহত সংঘর্ষে ব্লগারগণ হেরে যাওয়াতে ব্লগার রা নিষিদ্ধ হন। তাদের লিখার ক্ষমতা থেকে। এই কিছু দিন আগে ব্লগার মগাচিপিক্স পোপ নির্বাচিত হওয়ায় ব্লগারদের উপর আরোপ হওয়া বিধি নিষেধ শিথিল হয়েছে সামান্য। এখন যারা ২% এর কম মানুষের ডি এন এ ধারী তারা ব্লগিং করতে পারবে, এই আদেশ দিয়েছে ফেডরেল ইউনাইটেড এস্ট্রোনমি গভর্মেন্ট।

কিন্তু সমস্যা হলো ২% এর নিচে বিশুদ্ধ মানুষের ডি এন এ ধারীরা হলো এলিয়েন অথবা গৃহপালিত সরকারী গাধা, এলিয়েন রা ব্লগিং এ আগ্রহী না আর গাধা গুলো কমান্ড পালনের বাইরে কিছুই জানে না। তাদের যদি বলে দেয়া হয় ২+৩ = ১০১ তারা এটাই স্টোর করে রাখে তাদের মেমরিতে। তার প্রকৃত অর্থেই গাধা। এরাই রাষ্ট্রীয় অন্ত গ্যলাক্সিক পেটোয়া বাহিনীকে নেতৃত্ত্ব দেয়। এবং এরাই কেন্দ্রীয় গ্যলাক্সিক সরকারের মূল ভিত্তি।

যাই হোক আমিন সাহেব এসে পৌছুলো মিটিং বসলো এমন সময় বউ এর ফোন। এঁই আঁমিন আঁরশোঁলার জুঁস টা কিন্তু এঁনো ওটা ছাঁড়া খ্যাঁতে পাঁরি নাঁ। বউ এর কথা শুনে আমিন সাহেবের মাথা নষ্ট উনি তো পৃথিবী ছেড়ে সেই আধা ঘন্টা আগেই পৌছে গেছেন এখানে। মাথা থেকে চিন্তা ঝেড়ে, এক দলা কেশে বললেন জাজিদিক্স তুমি কি বলতে চাও এই বাক স্বাধীনতার প্রশ্নে? আমার গালে থাপ্পড় পড়লো, সকাল হইয়াছে ভোর হইয়াছে। আমি দিবা স্বপ্ন দেখিতেছিলাম।

কিন্তু না আমি বসে আছি আজ থেকে ২৭০০০ বছর আগে। থাপ্পড় টা আমার আম্মা দেয় নি। দিয়েছে এক এপ। আমার স্ত্রী। মানুষ তো বাক স্বাধীনতার সাথে নিজের স্বকীয়তা বিলিয়ে দিয়ে কবেই বিলুপ্ত হয়ে গেছে।

আমি ই শেষ পর্যন্ত টিকে আছি সর্বশেষ মানব স্বন্তান হিসেবে। বংশ রক্ষার তাগিদে, এপকে করেছি সঙ্গিনী। আমি এতো ক্ষন স্বপ্নে দেখছিলাম। আমাদের ২৭০০০ পিছিয়ে আস্তে হয়েছে। আমাদের বাক স্বাধীনতা রোধ করে আমাদের বিকাশ কে রোধ করে দেয়া হয়েছে।

২০১৩ তে বসে সামনে পিছনে দু দিকেই দেখছি। দুটোই কল্পনা। টিকে থাকার কল্পনা। E= mc2 . ইহা একটি যা তা প্রোডাকশন। লিখতে ভুলে গেছি তাই দু কলম চালিয়ে দিলুম...।

। **জীবিত অথবা মৃত কোন ব্যক্তির সাথে এই লেখার কোন চরিত্রের মিল খুজে পাইলে, লেখক কে উন্মাদ গন্য করিয়া চলিয়া যাইবেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.